অনলাইন ডেস্ক, ৭ মে।। রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন দুই বছরও হয়নি, এর মধ্যেই এদুয়ার্দো কামাভিঙ্গা স্প্যানিশ ক্লাবের হয়ে সব ট্রফিই জিতে ফেললেন। সেটাও লস ব্লাঙ্কোসদের ইতিহাসে সবচেয়ে কম বয়সী খেলোয়াড় হিসেবে।
শনিবার রাতে ওসাসুনাকে হারিয়ে কোপা দেল রের শিরোপা জিতেছে রিয়াল। আর এর মধ্যে দিয়ে রিয়ালের হয়ে ৬ প্রতিযোগিতার ট্রফিই জেতা হয়ে গেল কামাভিঙ্গার।
চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ, স্প্যানিশ সুপার কাপ, লা লিগা ও কোপা দেল রে- এই সবকটি প্রতিযোগিতাতেই রিয়ালের হয়ে শিরোপার স্বাদ পেলেন ফরাসি তারকা কামাভিঙ্গা।
২০২১ সালের আগস্টে রিয়ালে যোগ দেন কামাভিঙ্গা। বয়স মাত্র ২০। তবে এই বয়সেই পরিণত ফুটবলার হিসেবে নিজেকে প্রমাণ করেছেন এই সেন্টার মিডফিল্ডার।
যদিও করিম বেনজেমা-ভিনিসিয়ুস জুনিয়রদের তারকাখ্যাতির কারণে কিছুটা আড়ালেই থেকে যান হয়। তবে দলের খেলায় প্রভাব বিবেচনা করলে বাকিদের চেয়ে মোটেই পিছিয়ে নেই তিনি।