স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ মে।। মণিপুরের উদ্ভূত পরিস্থিতিতে রাজ্যের পাঠরত ছাত্রছাত্রীদের রাজ্যে নিয়ে আসার জন্য বিশেষ বাণিজ্যিক বিমানের ব্যবস্থা করা হয়েছে। মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহা আজ কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার সাথে কথা বলেন এবং বিশেষ বিমানের ব্যবস্থার জন্য অনুরোধ জানান। সেই পরিপ্রেক্ষিতে কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক ইম্ফল থেকে আগরতলা পর্যন্ত একটি অতিরিক্ত বাণিজ্যিক বিমান চালানোর সিদ্ধান্তের কথা জানিয়েছে।
আজ মধ্যরাতে বিমানটি ইম্ফল থেকে আগরতলায় আসবে। ইচ্ছুক ছাত্রছাত্রীদের অভিভাবকদের অবিলম্বে এই বিষয়ে হেল্পলাইনের মাধ্যমে (০৩৮১-২৪১-৬০৪৫/২৪১-৬২৪১ এবং ৮৭৮৭৬৭৬২১০ এই হোয়াটসআপ নম্বরে) যোগাযোগ করতে অনুরোধ করা হচ্ছে।
মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে এই বিষয়ে গতকাল দু’দফায় পর্যালোচনা বৈঠক অনুষ্ঠিত হয়। মুখ্যসচিব জে কে সিনহা এবং রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন সহ উচ্চপদস্থ আধিকারিকগণ উপস্থিত ছিলেন। পরে মুখ্যমন্ত্রী মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের সঙ্গে আলোচনায় মিলিত হন।
গতকাল রাতেই বিশেষ বিমানে ছাত্রছাত্রীদের রাজ্যে নিয়ে আসার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়। আজ মধ্যরাতে বিশেষ বিমান ছাড়াও ইম্ফল থেকে গুয়াহাটি পর্যন্ত আরেকটি বিমানের ব্যবস্থা করা হয়েছে। অন্যদিকে মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের রাজ্যে নিয়ে আসা এবং সমন্বয় সাধনের জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে একটি বিশেষ দল আজ মণিপুরে পাঠানো হয়েছে।