স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ মে।। মণিপুরের বিভিন্ন প্রতিষ্ঠানে অধ্যায়নরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথে আজ সরকারি বাসভবনে কথা বলেন মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। তিনি জানান, রাজ্যের ছেলে-মেয়েদের নিরাপদ আশ্রয় এবং আনুষঙ্গিক বিষয়ে মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সাথে টেলিফোনে পুনরায় কথা বলেন। সেই সময়ে উপস্থিত কয়েকজন অভিভাবকও কথা বলেন মনিপুরের মুখ্যমন্ত্রীর সাথে।
মণিপুর সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার আশ্বাস দিয়ে, কোন রকম দুশ্চিন্তা না করার জন্য অভিভাবকদের কাছে আবেদন রাখেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি, মণিপুর থেকে ত্রিপুরার শিক্ষার্থীদের আপাতত ফিরিয়ে আনার বিষয়েও চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মণিপুরের পরিস্থিতি নিয়ে মুখ্যমন্ত্রী প্রফেসর ডাঃ মানিক সাহা আজ সন্ধ্যায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি তুলে ধরেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে রাজ্যের ছাত্রছাত্রীদের সুরক্ষিত রাখার বিষয়েও মুখ্যমন্ত্রী আবেদন জানিয়েছেন।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ মণিপুরে পাঠরত ত্রিপুরার ছাত্রছাত্রীদের নিরাপত্তার বিষয়টি গুরুত্ব সহকারে দেখবেন বলে মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন। এদিকে দুপুরে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিং এর সাথে টেলিফোনে কথা বলেন। মণিপুরের মুখ্যমন্ত্রীর সাথে কথা বলে মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা) মানিক সাহা সেখানকার সামগ্রিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন।
টেলিফোনে মণিপুরের মুখ্যমন্ত্রী সিং রাজ্যের মুখ্যমন্ত্রীকে আশ্বস্ত করে জানিয়েছেন যে সেখানকার পরিস্থিতি এখন সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। মণিপুরের মুখ্যমন্ত্রী টেলিফোনে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আরও জানিয়েছেন, মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তাসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়গুলিও গুরুত্ব দিয়ে দেখছেন।