।। দেবতোষ দত্ত ।। আগরতলা, ৬ মে।। দিনভর অভুক্ত থাকল চিড়িয়াখানার প্রাণীরা। শনিবার বিকেল পর্যন্ত চিড়িয়াখানার মাংসাশী প্রাণীদের খাবারের ব্যবস্থা করতে অসমর্থ্য ছিল দায়িত্বে থাকা কর্মীরা।
অভিযোগ শুক্রবার রুটিন অনুযায়ী ফাস্টিং ছিল পশুদের এবং তার জন্য শনিবার সকালে তাদের খাবার ব্যবস্থা করার নিয়ম ছিল। কিন্তু সকাল গড়িয়ে বিকেল হলেও পশুদের খাবারের কোনও ব্যবস্থা হয়নি। ফলে শনিবার বিকেল পর্যন্ত অভুক্ত ছিল অভয়ারণ্যের চিতা, সিংহ, শিয়াল সহ সকল মাংসাশি প্রাণীরা।
এক্ষেত্রে আরো অভিযোগ মোহাম্মদ সেলিম নামে এক ব্যক্তি পশুদের খাবারের ব্যবস্থা করে থাকেন কিন্তু উনার নামে কার্যত অভিযোগের পাহাড়। পশুদের জন্য গো-মাংসের ব্যবস্থা করার কথা থাকলেও বিকাল পর্যন্ত তা ব্যবস্থা করা হয়নি।
যার ফলে খাবার পরিবর্তন করে মোরগের মাংসের ব্যবস্থা করা হয়। আর এ বিষয়টা কার্যত স্বীকার করেন সিপাহীজলা অভয়ারণ্যের পশু চিকিৎসক তথা অভয়ারণ্যের খাদ্য পর্যালোচক কমিটির চেয়ারম্যান ডা: কেশব দেবনাথ।