লাইনে কাজ করতে গিয়ে গুরুতর আহত বিদ্যুৎকর্মীর খবর নিতে জিবিপি হাসপাতালে বিদ্যুৎমন্ত্রী

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ মে।। উদয়পুরে বিদ্যুৎ পরিবাহী লাইনে কাজ করতে গিয়ে গুরুতর আহত হেল্পার সুখেন দাসের পাশে দাঁড়ালো রাজ্য সরকার। আহত বিদ্যুৎকর্মীকে বহিঃরাজ্যে রেফার ও প্রয়োজনীয় আর্থিক সহায়তাও দিয়েছে ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ নিগম লিমিটেড।

বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আহত বিদ্যুৎকর্মীকে দেখতে আজ সকালেই বিধায়ক অভিষেক দেবরায় ও বিদ্যুৎ নিগমের ব্যবস্থাপক অধিকর্তা দেবাশীষ সরকারকে সঙ্গে নিয়ে জিবিপি হাসপাতালে যান। সেখানে বিদ্যুৎমন্ত্রী চিকিৎসকদের সঙ্গে আহত বিদ্যুৎকর্মীর শরীরিক অবস্থার বিষয়ে খোঁজ খবর নেন।

চিকিৎসকরা জানান, আহত সুখেন দাসকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে রেফার করা হয়েছে। আজ দুপুরে আহত বিদ্যুৎকর্মীকে কলকাতায় নিয়ে যাওয়া হয়। উল্লেখ্য, গতকাল রাতে সুখেন দাসকে জিবিপি হাসপাতালে ভর্তি করা হয়। জিবিপি হাসপাতালে তার চিকিৎসার জন্য বিদ্যুৎ নিগম ১০ হাজার টাকা তার পরিবারের হাতে তুলে দেয়।

তাছাড়াও আজ বিমানে কলকাতায় যাওয়ার সময় আরও ৫০ হাজার টাকা দেওয়া হয়েছে। কলকাতার হাসপাতালের চিকিৎসকদের সঙ্গে কথা বলে আগামীকাল প্রয়োজনে আরও এক লক্ষ টাকা প্রদানের ব্যবস্থা রেখেছে বিদুৎ নিগম। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আজ বিদ্যুৎকর্মীর চিকিৎসার ব্যাপারে রেফার হওয়া হাসপাতালের চিকিৎসকদের সঙ্গেও কথা বলেছেন।

তিনি জানিয়েছেন, সরকার আহত বিদ্যুৎকর্মীর পাশে থাকবে। তার উন্নত চিকিৎসার জন্য টাকার কোন অভাব হবে না। আহতকর্মীর পরিবারের লোকজনদের কলকাতায় অবস্থানের জন্য ত্রিপুরা ভবনের রেসিডেন্ট কমিশনারের সঙ্গেও কথা বলেছেন বিদ্যুৎমন্ত্রী। প্রয়োজনে বিদ্যুৎমন্ত্রী ব্যক্তিগতভাবেও এই পরিবারের পাশে দাঁড়াবেন বলেও আহতকর্মীর পরিবারকে জানিয়েছেন। উল্লেখ্য, আহত বিদ্যুৎকর্মী সুখেন দাসের বাড়ি উদয়পুরের রাজনগর এলাকায়।

অসম্ভব গরমের মাঝে তোষনদের দ্রুত বিদ্যুৎ পরিষেবা প্রদান করার জন্য লাইন পারাই করতে গিয়েই গতকাল তিনি দুর্ঘটনার কবলে পড়েন। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ আহত সুখেন দাসের দ্রুত আরোগ্য কামনা করেছেন। একই সঙ্গে আসন্ন বর্ষা মরশুমে বিদ্যুৎ পরিষেবা অক্ষুণ্ণ রাখতে বিদ্যুৎ নিগমের আধিকারিক এবং কর্মীদেরকে বিশেষভাবে উদ্যোগী হবার আহ্বান জানিয়েছেন।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?