স্টাফ রিপোর্টার, গন্ডাছড়া, ৬ মে।। তেলিয়ামুড়ার পর এবার গন্ডাছড়া মহকুমার গভীর জঙ্গলে উদ্ধার হল তাজাগুলি ভর্তি দেশী বন্দুক সহ অন্যান্য সামগ্রী। উক্ত ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে গোটা গন্ডাছড়া মহকুমায়।
প্রসঙ্গত ধলাই জেলার গন্ডাছড়া মহকুমার অন্তর্গত গন্ডাছড়া এবং রইস্যাবাড়ী এলাকার প্রত্যন্ত জনজাতি অধ্যুষিত এলাকার নিরাপত্তার দায়িত্বে রয়েছে রাজ্যের ১২-নং ব্যাটলিয়ানের চার্লি কোম্পানির জওয়ানরা। গোটা এলাকার দায়িত্বে রয়েছেন উক্ত ব্যাটলিয়ানের এসিস্টেন্ট কমান্ডেন্ট শ্যামল দেব্বর্মা।
গত কয়েক মাস যাবত এসি শ্যামল দেব্বর্মা সংশ্লিষ্ট এলাকার ভগীরথপাড়া, গিরাচন্দ্রপাড়া, মাজিমুনিপাড়া নিউ মাজিমুনিপাড়া সহ আরো বেশ কয়েকটি পাড়ায় কড়া নজরদারী চালান। বিভিন্ন ক্যাম্পের জওয়ানদের বাছাই করে মাসের বেশিরভাগ দিনরাত স্পেশাল জঙ্গল অপারেশনে নেতৃত্ব দেন এসিস্টেন্ট কমান্ডেন্ট শ্যামল দেব্বর্মা। রুটিন অনুযায়ী শুক্রবার বিকাল নাগাদ জওয়ানদের সঙ্গে জঙ্গল অপারেশনে বের হন এসি শ্যামল দেব্বর্মা।
বিভিন্ন এলাকায় তল্লাশি অভিযানের পর ক্যাম্পে ফেরার পথে নিউ মাঝিমুনিপাড়ার পাশে একটি উঁচু টিলায় পরিত্যাক্ত জুমঘরে তল্লাশি চালিয়ে ছন দিয়ে ঢাকা অবস্থায় একটি তাজা গুলি ভর্তি দেশী বন্দুক সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করে টি এস আর জওয়ানরা। উক্ত ঘটনার খবর ছড়িয়ে পড়তেই চঞ্চল্য সর্বত্র। ফোনে উক্ত ঘটনার বিস্তারিত জানতে চাইলে এসিস্টেন্ট কমান্ডেন্ট শ্যামল দেব্বর্মা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন এধরনের অভিযান জারি থাকবে।
শুধু তাই নয় ব্রাউন সুগার, নেশার ট্যাবলেট সহ সমস্ত নেশার বিরুদ্ধে লাগাতর অভিযান চালাবে টি এস আর জওয়ানরা। এভাবেই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন এসিস্টেন্ট কমান্ডেন্ট শ্যামল দেব্বর্মা। উদ্ধার করা বন্দুকটি শনিবার রইস্যাবাড়ী থানা পুলিশের হাতে তুলে দেন টি এস আর কর্তৃপক্ষ।