স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ মে।। মণিপুরে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের সমস্ত ধরণের নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। এখন পর্যন্ত মণিপুরে অবস্থানরত রাজ্যের ছাত্রছাত্রীদের জন্য কোন প্রকার উদ্বেগজনক পরিস্থিতি সৃষ্টি হয়নি। আজ দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব ড. পি. কে চক্রবর্তী একথা জানান।
সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব জানান, মুখ্যমন্ত্রী প্রফেসর (ডা.) মানিক সাহার সভাপতিত্বে আজ মণিপুরের সাম্প্রতিক ঘটনা নিয়ে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা অনুষ্ঠিত হয়েছে। এই সভায় মুখ্যসচিব জে কে সিনহা, রাজ্য পুলিশের মহানির্দেশক অমিতাভ রঞ্জন ও বিভিন্ন দপ্তরের সচিবগণ উপস্থিত ছিলেন। সভায় মণিপুরের রিমস ও কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের বর্তমান অবস্থা নিয়ে বিস্তারিত খোঁজ খবর নেওয়া হয়।
বৈঠকে রাজ্য পুলিশের মহানির্দেশক ও সিআরপিএফ’র পক্ষ থেকে জানানো হয়েছে, মণিপুরের বর্তমান পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব জানান, রাজ্য সরকারের পক্ষ থেকে মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের অভিভাবকদের সাথেও যোগাযোগ রাখার প্রয়াস শুরু হয়েছে। রাজ্য প্রশাসন থেকেও মণিপুর সরকারের সাথে যোগাযোগ রাখা হচ্ছে।
তাছাড়াও মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের সাথেও রাজ্য সরকারের পক্ষ থেকে যোগাযোগ রাখা হচ্ছে। সাংবাদিক সম্মেলনে তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব জানান, মণিপুরে পাঠরত ছাত্রছাত্রীদের বিষয়ে অভিভাবকদের অবহিত করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে গতকাল থেকেই একটি হেল্প লাইন নম্বর চালু করা হয়েছে।
তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব জানিয়েছেন, মণিপুরের পরিস্থিতি নিয়ে ও সেখানে পাঠরত রাজ্যের ছাত্রছাত্রীদের নিরাপত্তা নিয়ে রাজ্যের মুখ্যসচিব মণিপুরের মুখ্যসচিত্রে সাথে কথা বলেছেন। তথ্য ও সংস্কৃতি দপ্তরের সচিব আরও জানান, মণিপুরে মেডিক্যাল, কৃষি ও ইঞ্জিনীয়ারিংয়ে রাজ্যের প্রায় দু’শতাধিক ছাত্রছাত্রী পাঠরত রয়েছে।
তিনি জানান, কোন ধরণের গুজবে কান না দেওয়ার জন্য ইতিমধ্যেই রাজ্য সরকারের পক্ষ থেকে আবেদন জানানো হয়েছে। সাংবাদিক সম্মেলনে কৃষি দপ্তরের সচিব অপূর্ব রায়, সচিব অনিন্দ্য ভট্টাচার্য এবং পরিবার কল্যাণ ও রোগ প্রতিরোধক দপ্তরের অধিকর্তা ডা. সুপ্রিয় মল্লিক উপস্থিত ছিলেন।