স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৭ এপ্রিল।। ত্রিপুরা হাইকোর্টের প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করলেন অপরেশ কুমার সিং। সোমবার রাজ্যপাল সত্যদেও নারায়ণ আর্য প্রধান বিচারপতিকে বাক্য পাঠ করান।
প্রসঙ্গত, ১৯৬৫ সালের ৭ জুলাই জন্মগ্রহণ করেন বিচারপতি এ কে সিং। তিনি বিএ পাস করেন অনার্স নিয় এবং দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে তার এলএলবি ডিগ্রি অর্জন করেন।
১৯৯০ সালে, তিনি একজন আইনজীবী হিসেবে নথিভুক্ত হন এবং ১৯৯০ থেকে ২০০০ সাল পর্যন্ত পাটনা হাইকোর্টে এবং ২০০১ সাল থেকে ঝাড়খণ্ড হাইকোর্টের বিচারক হিসেবে পদোন্নতি পর্যন্ত ঝাড়খণ্ডের হাইকোর্টে অনুশীলন করেন।
তিনি ২৪ শে জানুয়ারী ২০১২-এ ঝাড়খণ্ড হাইকোর্টের অতিরিক্ত বিচারক হিসাবে নিযুক্ত হন এবং ১৬ই জানুয়ারী ২০১৪-এ স্থায়ী বিচারক হিসাবে নিযুক্ত হন৷ তিনি ২০শে ডিসেম্বর, ২০২২ থেকে ১৯ ফেব্রুয়ারি ২০২৩ তারিখ পর্যন্ত ঝাড়খণ্ড হাইকোর্টের ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবেও দায়িত্ব পালন করেছেন৷