স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৬ এপ্রিল।। চাকরির দাবিতে ফের আন্দোলনের পথেই হাঁটল জেআরবিটি উত্তীর্ণ পরীক্ষার্থীরা। নববর্ষের দ্বিতীয় দিনে আগরতলায় সিটি সেন্টারের সামনে পোস্টার হাতে নিয়ে চাকরির জন্য ধরনা দিল। শত শত বেকার যুবক-যুবতী যেজেআরবিটি তথা শিক্ষক পদে নিয়োগের পরীক্ষা দিয়ে বেকারত্ব জীবন কাটাচ্ছেন।
রাজ্য সরকারের তরফ থেকে তাদের চাকরির ব্যাপারে কোন ব্যবস্থা করা হচ্ছে না। কিছুদিন অন্তর অন্তর তাদের এই আন্দোলন ট্রেডিশনে পরিণত হয়েছে। রাজ্যে ২০১৮ সালে বিজেপি প্রতিশ্রুতি দিয়েছে ক্ষমতায় আসার পর বছরে ৫০ হাজার চাকরি দেওয়ার।
কিন্তু পাঁচ বছর অতিক্রান্ত হওয়ার পরও প্রচুর সংখ্যায় বেকার যুবক যুবতী রাজ্যে বেকার অবস্থায় ঘোরাঘুরি করছেন। ২০২৩ সালে বিজেপি সরকার আসার পর চাকরির ব্যাপারে কোন কিছু করছে না।
বেসরকারি ক্ষেত্রেও রাজ্যে চাকরির দরজা বন্ধ। এ অবস্থায় কর্মসংস্থানের অভাবে রাজ্যের অর্থনীতির উপর ব্যাপক প্রভাব পড়ছে। রাজ্যের শিক্ষিত বেকার যুবক যুবতীরা এখন সরকারের মুখাপেক্ষী হয়ে বসে আছেন।