স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ এপ্রিল।। আই জি এম হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে প্রায়ই নানা অভিযোগ উঠছে। তারই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার দুপুরে আচমকা আই জি এম হাসপাতালে পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী ডাঃ মানিক সাহা। ঘুরে দেখেন সবকিছু। কথা বলেন চিকিৎসক ও অন্যান্যদের সাথে। পরে সাংবাদিকদের মুখোমুখি হন।
সেখানে শহরে আইন শৃঙ্খলার প্রশ্নে মুখ্যমন্ত্রী বলেন, কিছু তো হবেই। কিছু না হলে তো পুলিশেরও প্রয়োজন নেই। দেখতে হবে পুলিশের ভূমিকা কি।
মুখ্যমন্ত্রীর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিভিন্ন মহলে বিতর্কে সৃষ্টি হয়েছে। মুখ্যমন্ত্রী রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী ও তিনি আইনশৃঙ্খলা নিয়ে যে বক্তব্য রেখেছেন তাতে প্রশ্ন উঠেছে শহরে পুলিশের দায়িত্ব কর্তব্য নিয়ে।
সম্প্রতি রাজধানী আগরতলা শহরে জয়নগরে এলাকায় পিস্তল চালিয়ে দুজনকে মারাত্মক জখম করা হয়েছে। এই ঘটনায় জড়িত দুষ্কৃতিকে পুলিশ জালে তুলতে পারেনি।