অনলাইন ডেস্ক, ৮ এপ্রিল।। আরও একটি বন্দে ভারত এক্সপ্রেস পেল ভারত, শনিবার তেলেঙ্গানার হায়দরাবাদ থেকে সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
সেকেন্দ্রাবাদ ও তিরুপতির মধ্যে বন্দে ভারত এক্সপ্রেস ট্রেনের সূচনা করার পর প্রধানমন্ত্রী মোদী বলেছেন, বিশ্বাস, আধুনিকতা, প্রযুক্তি ও পর্যটনকে সংযুক্ত করবে এই ট্রেন।পাশাপাশি হায়দরাবাদের এইমস বিবিনগরের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী মোদী।
এছাড়াও পাঁচটি জাতীয় মহাসড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন প্রধানমন্ত্রী, সেকেন্দ্রাবাদ রেলওয়ে স্টেশনের পুনর্নির্মাণ এবং অন্যান্য উন্নয়ন প্রকল্পেরও ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তিনি। পরে একটি জনসভায় বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, এই সমস্ত প্রকল্প যোগাযোগ বৃদ্ধির পাশাপাশি রাজ্যের পরিকাঠামোকে মজবুত করবে।
প্রধানমন্ত্রীর কথায়, উল্লেখযোগ্যভাবে, গত ৯ বছরে, প্রায় ৭০ কিলোমিটার মেট্রো নেটওয়ার্ক শুধুমাত্র হায়দরাবাদে স্থাপন করা হয়েছে। তিনি বলেন, এনডিএ সরকার তেলেঙ্গানার জনগণের স্বপ্ন ও আকাঙ্খা পূরণের জন্য নিবেদিত। ”সবকা সাথ, সবকা বিশ্বাস, সবকা প্রয়াস”-এর চেতনায় আমরা এগিয়ে চলেছি।