অনলাইন ডেস্ক, ৫ এপ্রিল।। পবিত্র রমজান মাসে জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গণে কয়েক ডজন মুসুল্লির ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি পুলিশ। এ ঘটনায় কমপক্ষে সাতজন আহত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা আল জাজিরা।
বুধবার ভোরের আগে মসজিদে এই হামলার ঘটনা ঘটে বলে জানান প্রত্যক্ষদর্শীরা। তবে ইসরায়েলি পুলিশ বলছে, দাঙ্গা প্রতিরোধ করতে আল আকসায় অভিযান চালিয়েছে তারা।
এক বিবৃতিতে পুলিশ জানায়, মুখোশধারী আন্দোলনকারীরা আতশবাজি, লাঠি এবং পাথর নিয়ে মসজিদে লুকিয়ে থাকার কারণেই বাধ্য হয়ে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করতে হয় পুলিশকে। তারা জানায়, “পুলিশ মসজিদে প্রবেশ করলে তাদের দিকে পাথর ও আতশবাজি ছুড়তে শুরু করে আন্দোলনকারীদের একটি বড় দল।” এই ঘটনায় একজন পুলিশ কর্মকর্তা পায়ে আঘাতপ্রাপ্ত হয়েছেন।
ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট জানিয়েছে, এই ঘটনায় বেশ কয়েক জন আহত হয়েছে, তবে কতজন আহত হয়েছে সে সম্পর্কে বিস্তারিত জানায়নি তারা। এদিকে ইসরায়েলি বাহিনী তাদের চিকিৎসকদের আল-আকসায় যেতে বাধা প্রদান করছে।
ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেইনেহ বলেছেন, “আমরা পবিত্র ধর্মীয় স্থানগুলিতে সীমারেখা অতিক্রম করার বিষয়ে দখলদারদের সতর্ক করছি।” মাত্র কয়েকদিন আগেই মুসলিমদের তৃতীয় সর্বোচ্চ ধর্মীয়স্থান আল আকসা মসজিদ প্রাঙ্গণে এক ফিলিস্তিনি যুবককে দিনে-দুপুরে গুলি করে হত্যা করেছিল ইসরায়েলি পুলিশ।