সংসদীয় কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

অনলাইন ডেস্ক, ২৮ মার্চ।। সংসদের বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্ব শুরু হওয়ার পর থেকে রোজই উত্তাল হয়েছে সংসদ। বিরোধীদের হইহট্টগোলে বারবার মুলতুবি হয়েছে সংসদের উভয়কক্ষের অধিবেশন। এই পরিস্থিতিতে সংসদীয় কৌশল ঠিক করতে শীর্ষ মন্ত্রীদের সঙ্গে ফের বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ, নির্মলা সীতারমন, কিরেণ রিজিজু, পীযূষ গোয়েল, অনুরাগ সিং ঠাকুর প্রমুখ শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী। এদিকে, বিরোধীরাও আবার মিলিত হয়েছেন। নিজেদের মধ্যে রণকৌশল ঠিক করতে সোমবার সকালে রাজ্যসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গের অফিসে বৈঠকে বসেন বিরোধী নেতারা। মোট ১৭টি বিরোধী দল এদিন নিজেদের মধ্যে আলোচনা সেরেছে।

এই দলগুলি হল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, ডিএমকে, সমাজবাদী পার্টি, জেডিইউ, ভারত রাষ্ট্র সমিতি, আরজেডি, এনসিপি, সিপিআই, আইইউএমএল, এমডিএমকে, কেরল কংগ্রেস, আরএসপি, আম আদমি পার্টি, জম্মু ও কাশ্মীর ন্যাশনাল কনফারেন্স ও শিবসেনা (উদ্ধব ঠাকরে শিবির)।অন্যদিকে, বিরোধী শিবিরে তৃণমূল-সহ বিভিন্ন দলের যোগদান প্রসঙ্গে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়গে বলেছেন, প্রত্যেককে ধন্যবাদ জানাই।

আমি গতকালও সবাইকে ধন্যবাদ জানিয়েছিলাম এবং আজকেও ধন্যবাদ জানাই। গণতন্ত্র ও সংবিধান রক্ষা এবং জনগণের সুরক্ষার জন্য যারা এগিয়ে আসবে আমরা তাঁদের স্বাগত জানাই। যারা আমাদের সমর্থন করে তাঁদের প্রতি আমরা আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?