ভারতের জন্য টেলিকম প্রযুক্তি শুধুমাত্র শক্তির ধরণই নয়, ক্ষমতায়নের একটি মিশনও

অনলাইন ডেস্ক, ২২ মার্চ।। ভারতের জন্য টেলিকম প্রযুক্তি শুধুমাত্র শক্তির ধরণই নয়, ক্ষমতায়নের একটি মিশনও। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, ভারত ১২০ দিনের মধ্যে ১২৫টিরও বেশি শহরে ৫জি সংযোগ চালু করেছে। ভারত আসন্ন বছরগুলিতে ১০০ ৫জি ল্যাব স্থাপন করবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বুধবার নতুন দিল্লিতে নতুন আন্তর্জাতিক টেলি যোগাযোগ ইউনিয়ন (আইটিইউ) এরিয়া অফিস এবং উদ্ভাবনী কেন্দ্রের সূচনা করেছেন। রাষ্ট্রসংঘের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সংক্রান্ত বিশেষ এই সংস্থা আইটিইউ-এর সদর দফতর হল জেনিভায়। গত বছর মার্চে ভারত এই এরিয়া অফিস গড়ে তোলার জন্যে আইটিইউ-এর সঙ্গে চুক্তি বদ্ধ হয়। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেছেন, ৫জি-র ৬ মাসের মধ্যেই আমরা ৬জি প্রযুক্তি সম্পর্কে কথা বলছি।

এতেই ভারতের আস্থার পরিচয় পাওয়া যায়। প্রধানমন্ত্রী আরও বলেছেন, ভারতে প্রতি মাসে ৮০০ কোটিরও বেশি ইউপিআই-ভিত্তিক ডিজিটাল পেমেন্ট করা হয়। প্রতিদিন ৭ কোটিরও বেশি ই-অথেন্টিকেশন হয়। প্রত্যক্ষ সুবিধা স্থানান্তরের মাধ্যমে নাগরিকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২৮ লক্ষ কোটি টাকারও বেশি সরাসরি স্থানান্তরিত হয়েছে।

প্রধানমন্ত্রীর কথায়, ভারত যখন জি-টোয়েন্টির সভাপতিত্ব করছে, তখন আমাদের অগ্রাধিকারগুলির মধ্যে একটি হল আঞ্চলিক বিভাজন কমানো। দক্ষিণ গোলার্ধ প্রযুক্তিগত বিভাজন দূর করার জন্য বড় ধরনের পদক্ষেপ নিচ্ছে। আইটিইউ এরিয়া অফিস এবং ইনোভেশন সেন্টারও এক্ষেত্রে মুখ্য ভূমিকা পালন করবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?