জাতীয় সড়কের চুরাইবাড়িতে ৩৫ লক্ষ টাকার গাঁজা সহ অসমের লরি চালক গ্রেফতার

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২০ মার্চ।। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ গোপন খবরের ভিত্তিতে চুরাইবাড়ি থানার ওসি ধ্রুবজ্যোতি দেববর্মা ও সেকেন্ড ওসি হরেন্দ্র দেববর্মার নেতৃত্বে ৮ নং আসাম আগরতলা জাতীয় সড়কের উপর নাকা পয়েন্টে তল্লাশি চালায়।

তল্লাশি চলাকালীন সময়ে AS-01DD-5636 নম্বরের লরি থেকে পঁয়ত্রিশ প্যাকেটে ৩০৫ কেজি শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ।সাথে আটক করা হয় লরি চালক মফিজুল হক পিতা সফিউল হককে। তার বাড়ি আসামের ধুবরি জেলার জগরাপাড়া এলাকায়।

এদিকে মহাকুমা পুলিশ আধিকারিক দেবাশীষ সাহা জানিয়েছেন, উদ্ধারকৃত গাঁজার কালোবাজারি মূল আনুমানিক পঁয়ত্রিশ লক্ষ টাকা। এই গাঁজাগুলি লরির কেবিনে গোপন চেম্বারে করে আগরতলা থেকে গৌহাটির উদ্দেশ্যে নিয়ে যাচ্ছিল।

বর্তমানে গাঁজা সহ লরি ও চালক চুরাইবাড়ি থানার হেফাজতে রয়েছে। চুড়াইবাড়ি থানার পুলিশ সুনির্দিষ্ট ধারায় মামলা রুজু করে তদন্তে নেমেছে। বুধবার ধৃত চালককে ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?