প্রেমের টানে বিয়ের চৌদ্দ বছর পর স্বামীর বন্ধুর সাথে পালিয়ে গেল গৃহবধূ

স্টাফ রিপোর্টার, কদমতলা, ২০ মার্চ।। বিয়ের চৌদ্দ বছর পর স্ত্রী পরপুরুষের সঙ্গে পালিয়ে গেল। সঙ্গে নগদ অর্থ ও স্বর্ণালংকার নিয়ে যায় গৃহবধূ। অবশেষে থানার দারস্থ স্বামী। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কদমতলা থানাধীন দক্ষিণ কদমতলা গ্রামের জালাইবাড়ি ৫নং ওয়ার্ড এলাকায়।

এখন থেকে প্রায় পাঁচ বছর পূর্বে এলাকারই গরু ব্যবসায়ী ফারুক উদ্দিনের (কুটি মিঞা)সঙ্গে গৃহবধুর স্বামী খলিল উদ্দিন গরু কেনাবেচার ব্যবসা করতো। এভাবে বছর দিন চলতে থাকায় তার ব্যবসায়ী বন্ধু ফারুক তার বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো। এভাবে তার স্ত্রী ছালিমা বেগমের সঙ্গে শারীরিক সম্পর্ক গড়ে তুলে। তারপর সেখান থেকে সে অন্যত্র ছালিমাকে সরিয়ে নেয়।

এমনকি দুজনে সোনামুড়ার একটি হোটেলে একত্রিতভাবে পুলিশের কাছে ধরাও পড়ে। অবশেষে পাঁচ বছর শেষে গত শনিবার তারা ইসলাম রীতি অনুযায়ী দুজনে বিবাহ করে। এমনকি বর্তমানে গর্ভবতী অবস্থায় রয়েছে ছালিমা বলে জানায় তার স্বামী খলিল।

এ নিয়ে একাধিকবার গ্রামের মাতব্বররা সালিশী সভার মাধ্যমে বিষয়টি মিটমাট করতে চাইলেও তা হয়নি। অবশেষে গতকাল অর্থাৎ সোমবার রাতে খলিল কদমতলা থানায় তার স্ত্রী ছালিমা ও ফারুকের বিরুদ্ধে মামলা দায়ের করে। রাতেই পুলিশ ঘটনার তদন্তে নেমে পড়েছে। তবে সে আইনী বিচারের আশায় পুলিশের নিকট আবেদন জানিয়েছে।

এদিকে, অন্যের স্ত্রীর সঙ্গে অবৈধ সম্পর্ক তারপর পালিয়ে বিয়ে করা ফারুক আবার ৫নং ওয়ার্ডের কংগ্রেস দলের পঞ্চায়েত সদস্য। তাতে এলাকাবাসীদের বক্তব্য একজন পঞ্চায়েত সদস্য কিভাবে এধরনের সমাজের নোংরা কাজে লিপ্ত হতে পারে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?