অনলাইন ডেস্ক, ১৬ মার্চ।। আফগানিস্তানের বিপক্ষে আসছে টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তানের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন ঘরোয়া ক্রিকেটে অভিজ্ঞ কোচ আব্দুল রেহমান। সাবেক পেসার উমর গুলকে করা হয়েছে বোলিং কোচ।
আর ব্যাটিং বিভাগ সামলাবেন মোহাম্মদ ইউসুফ।পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) চেয়ারম্যান নাজাম শেঠি এক টুইট বার্তায় তাদের নিয়োগের বিষয়টি নিশ্চিত করেছেন।আফগান সিরিজের জন্য গত সোমবার ১৫ সদস্যের দল ঘোষণা করে পিসিবি।
তবে তখন কোচিং স্টাফদের নাম জানানো হয়নি। মিকি আর্থারের সঙ্গে কথা চলছে জানিয়ে অপেক্ষার কথা বলেছিলেন পিসিবি চেয়ারম্যান। সাবেক দক্ষিণ আফ্রিকান কোচের সঙ্গে পিসিবির আলাপ সম্ভবত এখনো শেষ হয়নি।
তাই আপাতত স্থানীয়দের নিয়ে আফগান সিরিজের কোচিং স্টাফের নাম ঘোষণা করেছেন শেঠি।আফগানদের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু হবে ২৪ মার্চ। পরের দুটি ম্যাচ ২৬ ও ২৭ মার্চ। সব ম্যাচই হবে শারজায়।