অনলাইন ডেস্ক, ১৬ মার্চ।। বিশ্বজুড়ে আর্থিক সংকটের মুখোমুখি হচ্ছে একের পর এক ব্যাংক। এবার সে তালিকায় যুক্ত হলো সুইজারল্যান্ডের বিশ্বখ্যাত ব্যাংক ক্রেডিট সুইস। গত সপ্তাহে ব্যাংকটির শেয়ারমূল্যে বড় ধরনের দরপতনের ফলে তারল্য সংকটে ব্যাংকটি। তাই তারল্য বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে ৫৪ বিলিয়ন মার্কিন ডলার সমপরিমাণ অর্থ ঋণ নিচ্ছে সুইস ব্যাংক।
বৃহস্পতিবার (১৬ মার্চ) এ নিয়ে প্রকাশিত প্রতিবেদনে বিবিসি, সিএনএনসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানায়, বিশ্বব্যাংকের অংশীদার প্রতিষ্ঠান গ্লোবাল ইনভেস্টমেন্ট ব্যাংক ক্রেডিট সুইস অর্থায়নের জন্য কেন্দ্রীয় সুইস ব্যাংক থেকে ৫৪ বিলিয়ন ডলার পর্যন্ত ঋণ নেবে।
এদিকে সুইস ন্যাশনাল ব্যাংক এবং সুইস ফাইন্যান্সিয়াল মার্কেট সুপারভাইজরি অথরিটি জানিয়েছে, তারা প্রয়োজনে ক্রেডিট সুইসকে সাহায্য করতে প্রস্তুত। মূলত বড় বড় সৌদি বিনিয়োগকারীরা ক্রেডিট সুইস ব্যাংকে বাড়তি বিনিয়োগ না করায় সুইস ব্যাংকটির শেয়ারমূল্য ২০ শতাংশেরও বেশি পড়ে যায়।
বুধবার সুইজারল্যান্ডের জুরিখে ব্যাংকটির শেয়ারের দর প্রায় ২২ শতাংশ কমে যায়। এর আগে গত শুক্রবার যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালি ব্যাংক (এসভিবি) বন্ধ করে দেয় দেশটির নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এই ঘটনার তিন দিনের মাথায় বন্ধ হয়ে যায় নিউইয়র্কভিত্তিক সিগনেচার ব্যাংক।