আগরতলায় সচিবালয়ে তামিলনাড়ুর ছাত্রছাত্রীদের সাথে মুখ্যমন্ত্রী ডা: মানিক সাহার মতবিনিময়

স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৫ মার্চ।। ছাত্রছাত্রীদের মধ্যে দেশের স্বার্থে কাজ করার মানসিকতা থাকা দরকার। তাছাড়াও ছাত্রছাত্রীদের বিনয়ী হতে হবে। সমাজের মানুষের পাশে পাড়াতে হবে। ছাত্রজীবন থেকেই এই মানসিকতা গড়ে তুলতে হবে। এটাই হামজীবনের মূল লক্ষ্য হওয়া উচিৎ। তাহলেই মানব জীবনে সার্থকতা আসবে।

আজ সচিবালয়ে ২নং কনফারেন্স হলে মাদ্রাজ আইআইটি সহ তামিলনাডুর বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীদের সঙ্গে এক মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (ডাঃ) মানিক সাহা ছাত্রছাত্রীদের উদ্দেশ্য একথা বলেন।

ছাত্রছাত্রীদের সাথে মুখ্যমন্ত্রীর মতবিনিময়ের সময় তামিলনাডুর বিভিন্ন কলেজে পাঠরত হাসস্থানীরা ত্রিপুরা এনআইটি’র দিন আর এস পানুয়া, প্রফেসর (ড) আর এন রাই, এনজাইটি আগরতলার অধিকর্তা প্রফেসর হরিশ কুমার শর্মা সহ মাদ্রাজ আইআইটি-র অধ্যাপক ও অধ্যাপিকাগণ উপস্থিত ছিলেন। সভায় মুখ্যমন্ত্রীর ও এস ডি পরমানন্দ সরকার ব্যানারীর উপস্থিত ছিলেন। মতবিনিময় সভায় মুখ্যমন্ত্রী প্রফেসর (আঃ) মানিক সাহা আরও বলেন, ছাত্রছাত্রীরাই হচ্ছে দেশ গড়ার মূল কারিগর। আগামী দিনে আজকের নারীরাই দেশকে উন্নতির শিখরে নিয়ে যাবে।

তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কথা উল্লেখ্য করে বলেন, ভবিষ্যতে জ্ঞানের দ্বারাই এই পৃথিবী পরিচালিত হবে। ছাত্রছাত্রীদের মধ্যে সেই জ্ঞান আহরণের মানসিকতা থাকতে হবে। আজকের এই ছাত্রছাত্রীরাই দেশের মূল চালিকা শক্তি। মুখ্যমন্ত্রী বলেন, একটা সময় ত্রিপুরা রাজ্যে প্রত্যেকটি মানুষকে রাজনৈতিক বন্ধনে আবদ্ধ করার প্রচেষ্টা হতো। এখন সেই অবস্থার অবসান হয়েছে।

মানুষ তার নিজস্বতা খুঁজে পেয়েছে। স্বাধীন চিন্তু বিরাজ করছে প্রত্যেকটি মানুষের মধ্যে। মুখ্যমন্ত্রী ছাত্রছাত্রীদের লক্ষ্যে থেকে একাগ্র মনে এগিয়ে যেতে আহ্বান মতবিনিময়ের সময় ছাত্রছাত্রীরা তাদের রাজ্যের নিজস্ব সংস্কৃতি, ত্রিপুরা রাজ্যের সমৃদ্ধ কৃষ্টি-সংস্কৃতি, পর্যটন ব্যবস্থা, ভারতবর্ণে বৈচিত্রের মধ্যে ঐক্যের প্রসঙ্গ মুখ্যমন্ত্রীর সামনে আলোচনা করেন। তাদের মতবিনিময়ে ত্রিপুরেশ্বরী মন্দির, রাজ্যের লোক সংস্কৃতি ও লোকমূত্য ধামাইলের কথার উঠে আসে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?