স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১৩ মার্চ।। আগুনের কড়াল গ্ৰাসে সম্পূর্ন ভস্মীভূত একটি বাড়ির রান্নাঘর সহ বসত ঘর। সেই সাথে পুড়ে ছাই ঘরের সব জিনিসপত্র ও একটি মারুতি গাড়ি। বাড়ির মালিকের নাম নারায়ন পাল। আগুনের সুত্রপাত কোথা থেকে জানা না গেলেও প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে রান্নাঘরের গ্যাসের উনুন থেকে আগুন লাগার ঘটনা ঘটেছে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দমকলের দুইটি ইঞ্জিন। এলাকার যুবকদের প্রচেষ্ঠায় ও দমকল বাহিনীর তৎপরতায় রক্ষা পেল আশপাশের বাড়ি ঘর। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে সোমবার দুপুরে বিলোনিয়া কালিনগর এলাকায়। এরপর ছুটে আসে বিলোনিয়া থানার পুলিশ। কিভাবে আগুনের সূত্রপাত তা নিয়ে তদন্ত শুরু করেছে । ক্ষয়ক্ষতির পরিমাণ পঞ্চাশ থেকে পঞ্চান্ন লক্ষ টাকা বলে জানায় দমকল বাহিনীর সেকেন্ড অফিসার।
ভাড়াটিয়া ঘর সহ মোট পাঁচটি বসত ঘর পুড়ে ছাই হয়ে যায় বলে জানান দমকল বাহিনীর সেকেন্ড অফিসার। এদিকে বাড়ির মালিকের কাছ থেকে জানা যায় মোট নয়টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বিলোনিয়া পুর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ। এরপর আসেন বিলোনিয়া মন্ডল সভাপতি গৌতম সরকার। কথা বলেন ক্ষতিগ্রস্ত মালিকের সাথে।
পাশাপাশি ঘটনার বিষয় নিয়ে কথা বলেন মহকুমা শাসকের সাথে। এরপর সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ডল সভাপতি গৌতম সরকার প্রশাসনের কাছে আবেদন রাখেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিকের পাশে দাঁড়ানোর জন্য। এছাড়া দলের পক্ষ থেকে সাহায্য করবেন বলে আশ্বস্ত করেন ক্ষতিগ্রস্ত বাড়ির মালিককে।