স্টাফ রিপোর্টার, আগরতলা, ১৩ মার্চ।। সোমবার নয়া দিল্লিতে প্রধানমন্ত্রী মোদির সাথে সৌজন্যমূলক সাক্ষাৎ করেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডাক্তার মানিক সাহা। এর আগে মুখ্যমন্ত্রী সাক্ষাৎ করেন রাষ্ট্রপতি, উপরাষ্ট্রপতি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী সহ অন্যান্য কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বিজেপি সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডার সাথেও সাক্ষাৎ করেছেন।
এখানে উল্লেখ করা যায় ডাক্তার মানিক সাহা মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর এই প্রথম দিল্লি সফর করেছেন। প্রধানমন্ত্রীসহ কেন্দ্রীয় মন্ত্রীদের সাথে সাক্ষাৎ করেছেন। তার এই সফরকালে বিভিন্ন মন্ত্রীদের সাথে রাজ্যের উন্নয়নমূলক বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। জানা গিয়েছে কেন্দ্রীয় সরকারের মন্ত্রী, প্রধানমন্ত্রী রাজ্যের সার্বিক উন্নয়নে সহায়তার আশ্বাস দিয়েছেন।
ডাক্তার মানিক সাহা দ্বিতীয়বারের মতো ত্রিপুরায় মুখ্যমন্ত্রীর আসনে বসেছেন। গত বিধানসভা নির্বাচনে বিজেপি ক্ষমতায় আসার পর বিপ্লব কুমার দেবকে মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব দিয়েছিলেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। সাড়ে চার বছর মুখ্যমন্ত্রীত্ব পালন করার পর হঠাৎই তাকে পদত্যাগ করতে বলা হয়। সেই মোতাবেক বিপ্লব দেব মুখ্যমন্ত্রীর পদ ছেড় দেন।
তার জায়গায় প্রফেসর ডাক্তার মানিক সাহাকে মুখ্যমন্ত্রী করা হয় তিনি মিস্টার সাথে দায়িত্ব পালন করেন ২০২৩ সালের তথা বিধানসভা নির্বাচনে বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা লাভ করে। প্রফেসর ডাক্তার মানিক সাহা পুনরায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব পান।