অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাওয়ের মেয়ে কবিতাকে ফের জেরা করতে চলেছে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। দিল্লির আবগারি দুর্নীতি মামলায় বৃহস্পতিবার তাঁকে জিজ্ঞাসাবাদ করবেন ইডির গোয়েন্দারা, তেলেঙ্গানার মুখ্যমন্ত্রীর কন্যা নিজেই টুইট করে এ কথা জানিয়েছেন।
এর আগে গত ১২ ডিসেম্বর ভারত রাষ্ট্র সমিতির (বিআরএস) নেত্রীকে এই মামলায় সিবিআই জিজ্ঞাসাবাদ করেছিল। হায়দরাবাদে সিবিআই প্রায় সাত ঘণ্টার বেশি সময় ধরে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছিল।
দিল্লির আবগারি দুর্নীতি মামলায় তদন্তে নেমে এর আগে আমনদীপ ঢল নামের এক মদ ব্যবসায়ীকে গ্রেফতার করে ইডি। তাঁকে জিজ্ঞাসাবাদ করে পাঁচদিনের মাথায় মঙ্গলবার গ্রেফতার করেন অরুণ নামের এক ব্যক্তিকে। এ পর্যন্ত মোট ১১ জনকে গ্রেফতার করল ইডি।
উল্লেখ্য, দিল্লি আবগারি নীতি সংক্রান্ত মামলায় গত রবিবার রাতে দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়াকে গ্রেফতার করে সিবিআই। সাতদিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার হেফাজতে থাকার পরে সোমবার রাউস হাউজ আদালত দিল্লির প্রাক্তন উপমুখ্যমন্ত্রীকে ১৪ দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দিয়েছে। ওই নির্দেশের পরেই সিসোদিয়াকে তিহাড় জেলে নিয়ে যাওয়া হয়েছে।