আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডুডলে ভিন্নতা এনেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল

অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ডুডলে ভিন্নতা এনেছে সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সাধারণত বিশেষ দিবসকে সামনে রেখে ডুডলে পরিবর্তন আনে গুগল। এবারও তাই হলো। আন্তর্জাতিক নারী দিবসে ডুডলকে রাঙানো হলো বেগুনি রঙে।

বুধবার (০৮ মার্চ) দেখা গেল, এবার প্রতিটি অক্ষরের ভিগনেটগুলো নারীদের বিচরণের কয়েকটি ক্ষেত্রকে হাইলাইট করেছে, যেখানে সারা বিশ্বের নারীরা একে অপরকে সমৃদ্ধ করতে এবং জীবনযাত্রার মান উন্নয়ন করতে সমর্থন জোগায়। ফলে গুগলের ছয়টি অক্ষরে দেখা মিলছে নারীর ছয় রকম অবস্থানের প্রতিচ্ছবি।

‘জি’ অক্ষরটিতে স্থান পেয়েছে সমাজের প্রগতিশীল নারীর চিত্র। তারা অধিকার নিয়ে কথা বলে এবং তাদের কথা সমাজের বিভিন্ন স্তরে প্রভাব ফেলে। দুটি ‘ও’-এর একটিতে নারীর সাধারণ জীবনের চিত্র এবং অপরটিতে বিভিন্ন বয়সী আধুনিক নারীর চিত্র দেখা যায়।

দ্বিতীয় ‘জি’তে উঠে এসেছে নারীর মাতৃত্বের চিরচেনা রূপ। ‘এল’ অক্ষরে আছে প্রতিবাদী নারীদের মুখ। সর্বশেষ ‘ই’ অক্ষরটিতে সেবাদানকারী নারীর প্রতিচ্ছবি। চমৎকার ডুডলটি নকশা করেছেন অ্যালিসা উইনান্স।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?