দিল্লিতে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের বাসভবনে উদযাপিত হল রঙের উৎসব হোলি

অনলাইন ডেস্ক, ৮ মার্চ।। গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আজ বুধবার আবারও সোনা বাজেয়াপ্ত করেছে গভর্নমেন্ট রেলওয়ে পুলিশ (জিআরপি)। এর সঙ্গে আটক করা হয়েছে এক সোনা পাচারকারীকে। গতকাল পৃথক পৃথক অভিযানে প্রায় ৮০ লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত করেছিল জিআরপি এবং গুয়াহাটি সিটি পুলিশ। এর সঙ্গে গ্রেফতার করা হয়েছিল তিন পাচারকারীকে।

গুয়াহাটি রেলওয়ে স্টেশনে জিআরপি থানা সূত্ৰে জানা গেছে, আজ সকাল পৌনে সাতটা নাগাদ এক নম্বর প্ল্যাটফর্মে দিল্লিগামী রাজধানী এক্সপ্রেসে তালাশি চালিয়ে এই সাফল্য লাভ করেছে পুলিশ। ট্রেনের একটি কামরা থেকে ৩.২০ কিলোগ্রাম ওজনের ২০টি সোনার বিস্কুট উদ্ধার করেছেন অভিযানকারীরা।সূত্রটি জানিয়েছে, সোনা পাচারের অভিযোগে শরিফ আলম নামের এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে নাকি জানিয়েছে, মণিপুর থেকে সংগ্রহ করেছিল, উদ্দেশ্য ছিল দিল্লি নিয়ে যাওয়া। সোনা পাচারে জড়িত অন্যদের নাম-ধাম জানতে ধৃতকে জেরা চলছে বলে জানিয়েছে রেল পুলিশের সূত্রটি।

এখেনে উল্লেখ করা যেতে পারে, গতকাল মঙ্গলবার সকালেও গুয়াহাটি রেলওয়ে স্টেশনে আগরতলা-দিল্লিগামী তেজস এক্সপ্ৰেসে রুটিন তালাশি চালিয়ে ১ কেজি ৩ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছিল জিআরপি। বাজেয়াপ্তকৃত সোনাগুলির বাজারমূল্য কমপক্ষে ৬০ লক্ষ টাকা হবে বলে জানিয়েছিলেন জিআরপি থানার ওসি।

অবৈধ সোনা পাচারের অভিযোগে জিআরপি গ্রেফতার করেছিল সম্পত রাও নামের এক চোরাকারবারিকে। এদিকে গতকালই অপর এক অভিযানে গুয়াহাটি রেলওয়ে স্টেশন থেকে জিআরপি এবং গুয়াহাটি সিটি পুলিশ ৩২০ গ্রাম সোনা বাজেয়াপ্ত করেছিল। সোনাগুলির বাজারমূল্য ২০ লক্ষ টাকা। এর সঙ্গে গ্রেফতার করা হয় দুই সোনা পাচারকারীকে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?