অনলাইন ডেস্ক, ৫ মার্চ।। করোনা মহামারির আঘাত কাটিয়ে আগামী ২০২৩ সালের জন্য ৫ শতাংশ অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করেছে চীন।
দেশটির সরকারি এক প্রতিবেদনে এ তথ্য বলা হয়েছে। রোববার চীনের পার্লামেন্ট ন্যাশনাল পিপলস কংগ্রেসের (এনপিসি) অধিবেশনের উদ্বোধনী দিনে এ প্রতিবেদনটি প্রকাশিত হয়। অনুষ্ঠানে চীনের বিদায়ী প্রধানমন্ত্রী লি কেকিয়াং চলতি বছরের জন্য অর্থনৈতিক পরিকল্পনা ঘোষণা করেন।
বেইজিংয়ের গ্রেট হলের এই অনুষ্ঠানে উপস্থিত রয়েছেন ৩ হাজার প্রতিনিধি।এনপিসি উদ্বোধনের পাশাপাশি প্রকাশিত একটি খসড়া বাজেটের প্রতিবেদন প্রকাশ করা হয়, যেখানে বলা হয়, প্রায় ৭ দশমিক ২ শতাংশ বৃদ্ধি পেয়ে সামরিক খাতে ব্যয় করা হবে ২২ হাজার ৪০০ কোটি ডলার।
অধিবেশনে বিদায়ী প্রধানমন্ত্রী জানান, চীন অর্থনৈতিক গতি পুনরুদ্ধারে কাজ করছেন তিনি। শহর এলাকায় নতুন এক কোটি ২০ লাখ চাকরি যোগ হয়েছে। শহরে বেকারত্বের হার হ্রাস পেয়ে ৫ দশমিক ৫ শতাংশে দাঁড়িয়েছে।
গত বছর চীনের জিডিপি বেড়েছে মাত্র ৩ শতাংশ। তিন বছরের করোনা বিধিনিষেধ, রিয়েল এস্টেট খাতে সংকট, বেসরকারি উদ্যোক্তাদের ওপর তুমুল চাপ সৃষ্টি এবং চীনা রপ্তানি পণ্যের চাহিদা কমতে থাকায় কয়েক দশকের মধ্যে দেশটি এত খারাপ প্রবৃদ্ধি দেখল। চীনের পার্লামেন্টের অধিবেশন চলবে আগামী ১৩ মার্চ পর্যন্ত।