হঠাৎ করেই বৈদ্যুতিক পাখা উৎপাদন ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান

অনলাইন ডেস্ক, ২ মার্চ।। উচ্চমান ও শীতল বাতাসের কারণে বিশ্বজুড়েই বিখ্যাত পাকিস্তানের বৈদ্যুতিক পাখা। কিন্তু হঠাৎ করেই বৈদ্যুতিক পাখা উৎপাদন ও বিক্রি বন্ধের সিদ্ধান্ত নিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি। বুধবার (২৮ মার্চ) বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সুপারিশে দেশটির ফেডারেল সরকার এই সিদ্ধান্ত নেয়, যা আগামী ১ জুন থেকে কার্যকর হবে।

এক্সপ্রেস ট্রিবিউনসহ পাকিস্তানের বিভিন্ন সংবাদমাধ্যম জানিয়েছে, বিদ্যুৎ সংকটে টালমাটাল দেশটির পরিস্থিতি। ফলে জাতীয় বিদ্যুৎ সংরক্ষণ নীতির অংশ হিসেবে ঐতিহ্যবাহী বৈদ্যুতিক পাখা উৎপাদন ও বিক্রির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

শিগগির এ সংক্রান্ত সরকারি সংবিধিবদ্ধ নিয়ন্ত্রক আদেশ (এসআরও) জারি করা হবে। প্রতিবেদনে আরও বলা হয়, ৮০ ওয়াটের চেয়েও কম বিদ্যুৎ খরচ হয় শুধু এমন বৈদ্যুতিক পাখা উৎপাদনের জন্য ন্যাশনাল এনার্জি এফিশিয়েন্সি অ্যান্ড কনজারভেশন অথরিটিকে (এনইইসিএ) দায়িত্ব দেওয়া হয়েছে।

এছাড়া জাতীয় মান সংশোধন করতে বলা হয়েছে পাকিস্তান স্ট্যান্ডার্ডস অ্যান্ড কোয়ালিটি কন্ট্রোল অথরিটিকে (পিএসকিউসিএ)। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, স্টার রেটিং ক্যাটাগরির প্রথম স্তরে থাকা বৈদ্যুতিক পাখা এবং ৮০ ওয়াটের কম বিদ্যুৎ খরচ করে এমন বৈদ্যুতিক পাখা দেশে উৎপাদন ও বিক্রির অনুমতি দেওয়া হবে।

এসির ইনভার্টারসহ বৈদ্যুতিক পাখাগুলো এই ক্যাটাগরির, এগুলো প্রায় ৪৫ থেকে ৫০ ওয়াট বিদ্যুৎ খরচ করে। ক্রয়ক্ষমতার কথা মাথায় রেখে প্রতিটি পরিবারকে কিস্তিতে বিদ্যুৎ সাশ্রয়ী বৈদ্যুতিক পাখা দেওয়ার প্রস্তাব বিবেচনা করা হচ্ছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?