অনলাইন ডেস্ক, ২ মার্চ।। উত্তর কোরিয়ায় নতুন ফরমান জারি করেছেন কিম জং উন। হলিউড বা বিদেশি সিনেমা দেখে ধরা পড়লে শিশুদের ৫ বছরের জন্য কারাগারে পাঠাবে দেশটি। আর শিশুর বাবা-মাকে ছয় মাস থাকতে হবে বন্দী শিবিরে। রেডিও ফ্রি এশিয়ায় বরাত দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
প্রতিবেদনে আরও বলা হয়, উত্তর কোরিয়ার এর আগে কোনো শিশুকে পশ্চিমা সিনেমা বা টিভি অনুষ্ঠান দেখা অবস্থায় দেখতে পেলে অভিভাবকদের সতর্ক করে দেওয়া হত। তবে এবার আর কোনো ছাড় দিতে রাজি না কিম প্রশাসন। ফলে অভিভাবকদের সন্তানদের প্রতি সতর্ক দৃষ্টি রাখতে হবে।
নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র জানায়, সরকারের পক্ষ থেকে অভিভাবকদের সন্তানকে সমাজতন্ত্রে দীক্ষা দিতে বলা হয়েছে। অন্যথায় শিশুরা পুঁজিবাদের নাচ-গানের ভোক্তা হবে বলে আশঙ্কা করছে দেশটি। বিশ্লেষকরা বলছেন, দেশের যুবকদের মধ্যে দক্ষিণ কোরিয়ার পপ সংস্কৃতির বিস্তার রোধ করার সর্বশেষ ব্যবস্থা এটি।
প্রসঙ্গত, কিছুদিন আগেই কিম জং উন দেশটিতে তার মেয়ের নামে না রাখার ফরমান জারি করেন। সে সময় যাদের নামের সঙ্গে তার মেয়ের নাম মিলে যায়, তাদের পাল্টে রাখার নির্দেশ দেওয়া হয়।