অনলাইন ডেস্ক, ১ মার্চ।। বুধবার প্রেস ইনফরমেশন ব্যুরোর (পিআইবি) প্রধান মহাপরিচালক পদে রাজেশ মালহোত্রা দায়িত্ব নিয়েছেন। তার একদিন আগে মঙ্গলবারই তার নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়।
তিনি অবসরপ্রাপ্ত মহাপরিচালক সত্যেন্দ্র প্রকাশের স্থলাভিষিক্ত হবেন। রাজেশ মালহোত্রা ভারতীয় তথ্য পরিষেবার ১৯৮৯ ব্যাচের একজন কর্তা। করোনা মহামারীর সময়ে তিনি মন্ত্রণালয়গুলোতে গণমাধ্যম ও যোগাযোগ নীতি কার্যকরভাবে পরিচালনা করেন।
রাজেশ মালহোত্রার অর্থ, কোম্পানি বিষয়ক, কৃষি, বিদ্যুৎ, কয়লা, খনি, যোগাযোগ এবং আইটি, টেক্সটাইল, শ্রম সহ কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রক এবং বিভাগের মিডিয়া কৌশলগুলি পরিকল্পনা ও বাস্তবায়নে ৩২ বছরেরও বেশি অভিজ্ঞতা রয়েছে।
এছাড়াও, রাজেশ মালহোত্রা ২১ বছর মিডিয়া এবং যোগাযোগের ভারপ্রাপ্ত হিসাবে ভারতের নির্বাচন কমিশনের সাথে যুক্ত ছিলেন। তিনি লোকসভার সাধারণ নির্বাচনের সময় মিডিয়া এবং যোগাযোগ কৌশলগুলির পরিকল্পনা এবং বাস্তবায়নের জন্য কাজ করেছিলেন।