গঙ্গানগরে দুটি গাড়ি থেকে উদ্ধার কোটি টাকার গাঁজা, গ্রেফতার চার পাচারকারী

স্টাফ রিপোর্টার, আমবাসা, ১ মার্চ।। গাঁজা বিরোধী অভিযানে আবারও সাফল্য পেল গঙ্গানগর থানার পুলিশ। দুইটি গাড়ি থেকে প্রচুর পরিমাণ গাঁজা উদ্ধার। বুধবার গঙ্গানগর থানার পুলিশ গঙ্গানগর থানার নাকা পয়েন্টে ভেহিকেল চেকিং এ বসে দুইটি গাড়ি থেকে গাঁজা উদ্ধার করে।

গোপন খবরের ভিত্তিতে গঙ্গানগর থানার পুলিশ প্রথমে টি আর ০১ বি,কে ০৭২৩ নম্বরের একটি hyundai গাড়ি থেকে তল্লাশি চালিয়ে ৭৬ প্যাকেটে মোট ১০৫ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে আটক করা হয় গাড়িতে থাকা দুজন পাচারকারীকে। পাশাপাশি গোপন খবরের ভিত্তিতে DL 1GC 4808 একটি কন্টেনার গাড়িতে ও অভিযান চালায় পুলিশ।

এই গাড়িতে তল্লাশি চালিয়ে গাড়ির গোপন চেম্বার থেকে ৯৯ প্যাকেটে ১০৯৭ কেজি গাঁজা উদ্ধার করে। সাথে এই গাড়িতে থাকা দুইজন পাচারকারীকে আটক করে পুলিশ। ঘটনার খবর পেয়ে ছুটে যায় আমবাসা মহকুমা পুলিশ আধিকারিক সুমন মজুমদার ও আমবাসা থানার ওসি বিশ্বজিৎ দেববর্মা।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে গঙ্গানগর থানার ওসি সূর্যকান্ত জমাতিয়া জানায় গোপন খবরের ভিত্তিতে দুইটি গাড়ি থেকে প্রচুর পরিমাণে গাঁজা উদ্ধার হয় এবং সাথে চারজনকে আটক করা হয়েছে। তাদেরকে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে গঙ্গানগর থানার পুলিশ। গাঁজাগুলির বাজার মূল্য আনুমানিক ১ কোটি ২০ লক্ষ টাকা।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?