২ মার্চ সকাল ৮টা থেকে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা করা হবে ২১টি কেন্দ্রে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ ফেব্রুয়ারী।। মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে আজ উমাকান্ত একাডেমির ভোট গণনা কেন্দ্রের মিডিয়া সেন্টার পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তার সাথে ছিলেন পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট ইলেকশন অফিসার তথা জেলাশাসক দেবপ্রিয় বর্ধন, ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্রের রিটার্নিং অফিসার অরূপ দেব, অতিরিক্ত পুলিশ সুপার রাজদীপ দেব, সদরের এসডিপিও অজয় দাস প্রমুখ। উমাকান্ত একাডেমির নতুন বিল্ডিংয়ের গণনাকেন্দ্রে ১ থেকে ৫, ৯ থেকে ১১ এবং ১৩ নং বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোট গণনা করা হবে।

উমাকান্ত একাডেমির পুরাতন বিল্ডিংয়ের গণনা কেন্দ্রে ৬ থেকে ৮, ১৪ এবং ১৮ নং বিধানসভা নির্বাচনী ক্ষেত্রের ভোট গণনা করা হবে। এই দুটি গণনাকেন্দ্রে সাংবাদিকদের জন্য দুটি মিডিয়া সেন্টার থাকবে। তাছাড়াও মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে ও অন্যান্য পদস্থ আধিকারিকগণ আজ পুরাতন বিল্ডিংয়ে ১৮- সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্রটিও পরিদর্শন করেন।

পরিদর্শনের পর সাংবাদিকদের সাথে কথা বলার সময় মুখ্য নির্বাচনী আধিকারিক কিরণ গিত্যে জানান, আগামী ২ মার্চ, সকাল ৮টা থেকে রাজ্যের ৬০টি বিধানসভা কেন্দ্রের ভোটগণনা করা হবে মোট ২১টি কেন্দ্রে।

তিনি জানান, সাংবাদিকদের গণনা কেন্দ্রের ভিতরে নির্দিষ্ট একটি কক্ষে সংবাদ সংগ্রহের সুবিধা থাকবে। তিনি জানান, গণনাকেন্দ্রে ত্রিস্তরীয় নিরাপত্তা বলয় রয়েছে। এই দুটি বিল্ডিংয়ে মোট ১৪টি কাউন্টিং হল তৈরি করা হয়েছে। তিনি জানান, সব কাউন্টিং টেবিলে একজন করে মাইক্রো অবজারভার থাকবেন।

প্রতিটি বিধানসভা কেন্দ্রের ৫টি করে ভোটগ্রহণ কেন্দ্রের ভিভিপ্যাট গণনা করা হবে। লটারির মাধ্যমে এই ৫টি ভোটগ্রহণ কেন্দ্র নির্ধারণ করা হবে। মুখ্য নির্বাচনী আধিকারিক জানান, ৬০টি বিধানসভা কেন্দ্রে গড়ে ৫ রাউন্ড করে গণনা হবে।

২ মার্চ গণনার দিন সকাল ৮টা থেকে প্রথমে পোস্টাল ব্যালট গণনা করা হবে। পোস্টাল ব্যালট গণনা শেষ হওয়ার পর ইভিএমের গণনা শুরু হবে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?