বাখমুতের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি

অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। রুশ সৈন্যদের হামলায় পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের শিল্পশহর বাখমুতের পরিস্থিতি দিন দিন কঠিন হচ্ছে বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

তিনি বলেছেন, ‘আমাদের অবস্থান সুরক্ষায় যা যা রয়েছে, শত্রুরা তার সবকিছু ধ্বংস করছে। বাখমুতের সবশেষ অবস্থা নিয়ে সোমবার দিবাগত রাতে ভার্চুয়ালি ভাষণে জেলেনস্কি বলেন, ইউক্রেনীয় সেনাদের প্রতি আমরা কৃতজ্ঞ।

যারা এখনও এলাকাটির নিয়ন্ত্রণ রাখতে নিজেদের সর্বোচ্চটা দিচ্ছে। এসময় ইউক্রেনে আধুনিক যুদ্ধ বিমান পাঠাতে পশ্চিমাদের প্রতি আবারও আহ্বান জানান জেলেনস্কি। তিনি বলেন, ‘যুদ্ধ বিমানের মাধ্যমে আমাদের দেশের সমগ্র অঞ্চল রাশিয়ান সন্ত্রাস থেকে রক্ষা করা যাবে।’

৬ মাসের বেশি সময় পূর্ব ইউক্রেনের বাখমুত শহর নিয়ন্ত্রণকে কেন্দ্র রুশ ও ইউক্রেনীয় যোদ্ধাদের ভারী লড়াই চলছে। এখন পর্যন্ত কেউই ছেড়ে কথা বলছে না। বাণিজ্য শহরটি দখল নিতে সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে মস্কো। যদিও কয়েক মাসের লড়াইয়ে রুশ সেনারা কিছুটা অগ্রগতিও লাভ করেছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট এমন সময় মন্তব্য করলেন যখন মার্কিন ট্রেজারি সচিব জ্যানেট ইয়েলেন সোমবার কিয়েভে সফরের সময় রাশিয়াকে অস্ত্র সরবরাহের বিষয়ে চীনকে সতর্ক করেন। সোমবার কিয়েভে আকস্মিক সফরে আসেন জ্যানেট। তিনি বলেন, ইউক্রেনে অর্থনৈতিক ও বাজেটে সহায়তায় নতুন করে ১০০ কোটি মার্কিন ডলারের দেবে যুক্তরাষ্ট্র।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?