অনলাইন ডেস্ক, ২৮ ফেব্রুয়ারী।। ভারতে যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে চমকপ্রদ বিস্ময়কর। বললেন ডেনমার্কের যুবরাজ ফ্রেডেরিক আন্দ্রে হেনরিক ক্রিশ্চিয়ান।
মঙ্গলবার দিল্লিতে আয়োজিত ভারত-ডেনমার্ক : পার্টনারস ফর গ্রিন এন্ড সাস্টেনেবেল প্রোগ্রেস সম্মেলনে ডেনমার্কের যুবরাজ ফ্রেডেরিক বলেছেন, “ভারতে যে পরিবর্তন পরিলক্ষিত হচ্ছে তা আশ্চর্যজনক। ডেনমার্ক এবং ভারত সবুজ কৌশলগত অংশীদারিত্বের মাধ্যমে যোগ দিয়েছে। এটি পারস্পরিকভাবে উপকারী এবং একটি প্রমাণ যা উভয়ই অর্জন করতে পারে।”
ডেনমার্কের যুবরাজ আরও বলেছেন, “এই সম্মেলনের মাধ্যমে, ভারত ও ডেনমার্ক সকলের জন্য একটি সবুজ ভবিষ্যত অর্জনের কাছাকাছি একটি নতুন পদক্ষেপ নিচ্ছে। আমার বিনম্র কামনা এই সফর একসঙ্গে সমৃদ্ধ যাত্রা অব্যাহত রাখুক।”
তিনি আরও বলেছেন, “বর্তমানে দুই দেশের মধ্যে অংশীদারিত্ব শক্তিশালী। আমরা উভয়েই একটি সবুজ ভবিষ্যতের দিকে এগিয়ে যাচ্ছি।” প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ডেনমার্ক সফরের কথাও এদিন তুলে ধরেছেন ডেনমার্কের যুবরাজ।