অনলাইন ডেস্ক, ২৭ ফেব্রুয়ারী।। রাশিয়াকে অস্ত্র সরবরাহ করছে বিভিন্ন চীনা প্রতিষ্ঠান। যুদ্ধে ব্যবহার করা যাবে এমন অস্ত্রও রাশিয়াকে দিতে পারে চীন। জানা যাচ্ছে, বেইজিং থেকে অস্ত্র মস্কোকে দেয়া হতে পারে।
চীনকে সতর্ক করে যুক্তরাষ্ট্র বলছে যুদ্ধে রাশিয়াকে কোনো প্রকার অস্ত্র সরবরাহ করলে তার পরিণতি চীনের জন্য ‘মারাত্মক ক্ষতিকর’ হবে। শনিবার হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান এ সতর্কবার্তা দেন।
বার্তাসংস্থা সিএনএনের স্টেট অফ দ্য ইউনিয়ন অনুষ্ঠানে তিনি জানান “বেইজিং কি করবে তাদেরকে সিদ্ধান্ত নিতে হবে, তবে রাশিয়াকে সামরিক সহায়তা দিলে তার মূল্য অবশ্যই দিতে হবে”। যদিও এ বিষয়ে এখনও কোন মন্তব্য করেনি চীন।
এদিকে রাশিয়া–ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়ে জাতিসংঘের প্রস্তাবে ভোটদানে বিরত ছিল চীন। তবে কয়েকদিন আগেই মস্কো-কিয়েভ যুদ্ধের বর্ষপূর্তিতে শান্তি পরিকল্পনা প্রস্তাব দেয় রাশিয়ার মিত্র দেশ চীন। সেখানে ১২ দফা প্রস্তাব দেয় দেশটি।