স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ২৭ ফেব্রুয়ারী।। দুষ্কৃতিকারীদের হাতে আক্রান্ত ১০,৩২৩ চাকরিচ্যুত এক শিক্ষক। ঘটনা রবিবার রাত এগারোটা নাগাদ বিলোনিয়া থানাধীন সাতমুড়া এলাকায়। এই ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকের নাম রবীন্দ্র মজুমদার। বয়স ৪৩ বছর।
আহত ১০৩২৩ চাকরিচ্যুত শিক্ষকের সাথে কথা বলে জানা যায়, চাকরি চলে যাওয়ার পর চিত্তামারা এলাকায় একটি ইটভাট্টায় ম্যানেজার হিসেবে কাজ করেন। এদিন ইট ভাট্টা থেকে কাজ সেরে বাড়ি ফেরার পর,পাশের এক বাড়িতে যায় পাওনা টাকা ফেরত দিতে।
সেখান থেকে বাড়ি ফেরার পথে আনুমানিক রাত্রি সাড়ে নয়টা নাগাদ নিজ বাড়ির কাছাকাছি আসতেই পেছন দিক দিয়ে চাকরীচ্যুত শিক্ষক রবীন্দ্রের উপর আক্রমণ সংঘটিত করে দুষ্কৃতিকারীরা। মাথায় শক্ত লাঠি দিয়ে আঘাত করার ফলে সঙ্গে সঙ্গে তিনি মাটিতে লুটিয়ে পড়েন। প্রচন্ড পরিমাণে রক্তক্ষরণ হতে শুরু করে।
স্থানীয়রা চিৎকার চেঁচামেচি শুনে তড়িঘড়ি ছুটে এসে আহত অবস্থায় চাকরীচ্যুত শিক্ষক রবীন্দ্রকে বিলোনিয়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর কর্তব্যরত চিকিৎসক আগরতলা জিবি হাসপাতালে স্থানান্তরিত করে দেয়। এই ঘটনার ফলে এলাকায় সৃষ্টি হয় চাঞ্চল্য।