অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বাজেট পরবর্তী পরিবেশ বান্ধব উন্নয়ন বিষয়ক একটি ওয়েবিনারে ভাষণ দিয়েছেন। কেন্দ্রীয় বাজেটে যে সমস্ত পরিকল্পনা ও উদ্যোগের কথা ঘোষণা করা হয়েছিল, তা কার্যকর করার বিষয়ে মতামত চেয়ে সরকার ১২টি বাজেট পরবর্তী ওয়েবিনারের আয়োজন করে।
এটি এই সিরিজের প্রথম। এদিনের ওয়েবিনারে প্রধানমন্ত্রী বলেছেন, ২০১৪ সাল থেকে, পুনর্নবীকরণযোগ্য ক্ষমতা সংযোজনে এগিয়ে চলেছে ভারত। সময়ের আগেই পুনর্নবীকরণযোগ্য লক্ষ্য অর্জন করেছে ভারত, তা আমাদের ট্র্যাক রেকর্ডই বুঝিয়ে দিচ্ছে।
প্রধানমন্ত্রী বলেছেন, গ্রিন গ্রোথ এবং এনার্জি পরিবর্তনের জন্য, ভারতের কৌশলের তিনটি স্তম্ভ রয়েছে: নবায়নযোগ্য শক্তির উৎপাদন, জীবাশ্ম জ্বালানির ব্যবহার হ্রাস করা এবং একটি গ্যাস-ভিত্তিক অর্থনীতির দিকে দ্রুত গতিতে এগিয়ে যাওয়া। প্রধানমন্ত্রী আরও বলেছেন, এই বছরের বাজেটেও শিল্পের জন্য ‘গ্রিন ক্রেডিট’ এবং কৃষকদের জন্য প্রধানমন্ত্রী-প্রণাম প্রকল্প রয়েছে।
সবুজ প্রবৃদ্ধি নিয়ে এবারের বাজেটে যে বিধান করা হয়েছে তা একভাবে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের উজ্জ্বল ভবিষ্যতের ভিত্তিপ্রস্তর। ভারতে বিনিয়োগের আহ্বান জানিয়ে মোদী বলেছেন, আমি এনার্জি ওয়ার্ল্ডের সঙ্গে যুক্ত প্রতিটি শেয়ারহোল্ডারকে ভারতে বিনিয়োগ করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি।