অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। প্রথম টেস্ট জিতে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে রয়েছে ইংল্যান্ড। দ্বিতীয় ও শেষ টেস্টে ড্র বা জয় পেলেই সিরিজ জিতবে ইংলিশরা। আর সেটা হলে ১৫ বছরের এক অপেক্ষার অবসান হবে তাদের।
ওয়েলিংটনে শুক্রবার বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে নিউজিল্যান্ড-ইংল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচটি। স্বাগতিকরা অবশ্য প্রথম টেস্টে হারের দুঃখ ভুলে সিরিজ সমতা ফেরাতে চায়। ২০০৮ সালে নিউজিল্যান্ডের মাটিতে সর্বশেষ টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড। তিন ম্যাচের সিরিজটি ২-১ ব্যবধানে জিতেছিল ইংলিশরা।
এরপর তিনবার নিউজিল্যান্ড সফর করলেও টেস্ট সিরিজ জিততে পারেনি ইংল্যান্ড। একবার ড্র ও দুই বার হার বরণ করে তারা। মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত জয়ে নিউজিল্যান্ডের মাটিতে ১৫ বছর ধরে সিরিজ জিততে না পারার গেরো কাটানোর পথ তৈরি করে ইংল্যান্ড।
নিউজিল্যান্ডকে ২৬৭ রানের বড় ব্যবধানে হারায় ইংলিশরা। নিউজিল্যান্ডের বিপক্ষে রান বিবেচনায় এটিই সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড ইংল্যান্ডের। এর মাধ্যমে মাধ্যমে ২০০৮ সালের পর আবারও নিউজিল্যান্ডের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় বেন স্টোকসের দল।