অনলাইন ডেস্ক, ২৩ ফেব্রুয়ারী।। শীর্ষ আদালতে জামিন মঞ্জুর দিল্লি বিমানবন্দরে অসম পুলিশের হাতে গ্রেফতার কংগ্রেস নেতা পবন খেরার। আজ বৃহস্পতিবার দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে কংগ্রেসের বরিষ্ঠ নেতা তথা দলের অন্যতম মুখপাত্র পবন খেরাকে গ্রেফতার করেছিল অসম পুলিশ। দলীয় নেতাকে গ্রেফতারের প্রতিবাদে রানওয়েতে বসে উত্তাল বিক্ষোভ-প্রতিবাদ করছেন কংগ্রেসের বিভিন্ন স্তরের নেতা।
ইত্যবসরে তাঁকে গ্রেফতারের বিরুদ্ধে আজই তড়িঘড়ি সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন পবন খেরার কৌঁসুলি। শীর্ষ আদালত থেকে রক্ষাকবচের আবেদন জানানো হয়েছিল। এদিন বেলা ৩.০০টায় এই মামলার শুনানি হয়েছে। শুনানিকালে আদালতকে জানানো হয়, তাঁর ওই মন্তব্যের পর তিনি নিঃশর্তে ক্ষমা চেয়েছিলেন। তবুও এবার তিনি সাংবাদিক সম্মেলন ডেকে আবার তাঁর মন্তব্য প্রত্যাহার করে ক্ষমা চাইবেন।
তাঁর এই স্বীকারোক্তির ভিত্তিতে আদালত পবন খেরার জামিন মঞ্জুর করে। প্রসঙ্গত, আজ বৃহস্পতিবার সকালে কংগ্রেস নেতা পবন খেরার বিরুদ্ধে গ্রেফতারি ওয়ারেন্ট নিয়ে দিল্লি বিমানবন্দরে অসম পুলিশের দল উপস্থিত হয়। জাতীয় কংগ্রেসের অন্যতম বরিষ্ঠ নেতা পবন খেরা ছত্তিশগড়ে নিখিল ভারত কংগ্রেসের ৮৫ তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগদান করতে দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে রায়পুরগামী ইন্ডিগো৬এ-র ফ্লাইট নম্বর ৬ই২০৪-য় চড়তে যান।
তখনই অসমের আইজিপি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত ভুইয়াঁর নেতৃত্বে পুলিশের একটি দল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করার অভিযোগে ওয়ারেন্ট হাতে নিয়ে কংগ্রেস নেতাকে উড়ানে বসতে না দিয়ে তাঁকে নামিয়ে দিতে বিমান কর্তৃপক্ষের কাছে আবেদন জানায়। পুলিশের আবেদনে সাড়া দিয়ে খেরাকে উড়ান থেকে নামিয়ে দিলে গ্রেফতার করে পুলিশ।
দলের নেতাকে গ্রেফতারের প্রতিবাদে কংগ্রেসের বিপুল সংখ্যক নেতা-কর্মী রানওয়েতে বিক্ষোভ অবস্থানে বসে পড়েন।ঘটনা সম্পর্কে আইজিপি (আইন-শৃঙ্খলা) প্রশান্ত ভুইয়াঁ জানান, অসমের ডিমা হাসাও জেলা সদর হাফলং থানায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বাবাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছেন বলে বিজেপি নেতা তথা উত্তর কাছাড় পার্বত্য স্বশাসিত পরিষদের কার্যনির্বাহী সদস্য স্যামুয়েল সাংসন এক অভিযোগ দায়ের করেছিলেন।
তিনি জানান, ওই অভিযোগের ভিত্তিতে অপরাধমূলক ষড়যন্ত্র, সাম্প্রদায়িক বিভেদ উসকে দেওয়ার অভিযোগে খেরার বিরুদ্ধে হাফলং সদর থানায় ভারতীয় ফৌজদারি দণ্ডবিধির ১৫২এ / ১৫৩(১) / ৫০০ / ৫০৪/ ৫০৫ (১)(বি) / ৫০৫ (২) এবং ১২০বি ধারায় ১৯/২০২৩ নম্বরে মামলা রুজু করে কংগ্রেস নেতা পবন খেরাকে গ্রেফতার করে ডিমা হাসাও জেলায় নিয়ে যাওয়ার জন্য এসেছেন তাঁরা।
আজই তাঁকে দিল্লির দ্বারকা আদালতে নিয়ে যাওয়া হয় ট্রাঞ্জিট রিমান্ডের জন্য। এদিকে ইন্ডিগো এয়ারলাইন্সের জনৈক পদাধিকারী জানান, পবন খেরার বিরুদ্ধে মামলার জন্য তাঁকে ফ্লাইটে বসার অনুমতি না দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। তাই তাঁকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয়।
অন্যদিকে কংগ্রেসের শীর্ষ দুই নেতা জয়রাম রমেশ এবং রণদীপ সিং সুরজেওয়ালা টুইটারে ঘটনার নিন্দা করে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ জানান। রণদীপ সিং লিখেছেন, ‘কংগ্রেসের সহকর্মীদের সাথে আমরা সবাই ইন্ডোগো৬এ-র ফ্লাইট নম্বর ৬ই২০৪-তে করে রায়পুরে অনুষ্ঠেয় মহাধিবেশনের জন্য যাচ্ছিলাম। কিন্তু আচমকাই আমাদের সাথী পবন খেরাকে বিমান থেকে নামিয়ে দিলে অসম পুলিশ গ্রেফতার করে।
এটা কোন ধরনের স্বৈরাচার? আইন-শৃঙ্খলা একজন মানুষের স্বেচ্ছাচারিতা হতে পারে না। আমরা সবাই সত্যের সৈনিক, সত্যের জন্য লড়ব।’ ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র বাঘেল দলীয় নেতার গ্রেফতার সম্পর্কে প্রতিক্রিয়া ব্যক্ত করে বলেছেন, বিজেপি কংগ্রেসের উত্থানে ভীত হয়ে এ ধরনের অগণতান্ত্রিক কাজে লিপ্ত হয়েছে। বিজেপির কার্যকলাপে প্রমাণিত, ছত্তিশগড়ে অনুষ্ঠেয় কংগ্রেসের সম্মেলনকে ভয় পাচ্ছে মোদী-শাহের দল।