অনলাইন ডেস্ক, ১৯ ফেব্রুয়ারী।। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে যুক্তরাষ্ট্রের সবচেয়ে দীর্ঘজীবী প্রেসিডেন্ট জিমি কার্টার। সাবেক এই মার্কিন প্রেসিডেন্টকে জর্জিয়ার প্লেইনসে তার বাড়িতেই হাসপাতালের যত্ন নেওয়ার সুবিধা দেওয়া হয়েছে।
স্থানীয় সময় শনিবার এ তথ্য জানিয়েছে কার্টার সেন্টার। এক বিবৃতিতে কার্টার সেন্টার জানায় জিমি কার্টার তার বাকি সময়টুকু পরিবারের সাথে কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন এবং এতে তার পরিবার ও মেডিকেল টিমের পুরোপুরি সমর্থন রয়েছে।
তারা এই মুহূর্তে সাবেক এই প্রেসিডেন্টের পাশে একান্ত সময় কাটাচ্ছেন এবং তার ভক্তদের উদ্বেগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।২০১৫ সালে সাবেক এই মার্কিন প্রেসিডেন্টের যকৃতে ক্যানসার ধরা পড়ে। সে সময় নিজেই এই তথ্য জানান তিনি। তবে ক্যানসার ধরা পড়ার ছয় মাস পর কার্টার জানান, তার আর চিকিৎসার প্রয়োজন নেই।
ওষুধ গ্রহণ করেই তা নিয়ন্ত্রণে আসে।১৯২৪ সালে জর্জিয়ায় জন্মগ্রহণ করা জিমি কার্টার ১৯৭১ সালে রাজ্যের গভর্নর হওয়ার আগে ১৯৬০ সালে সিনেটর হিসাবে নির্বাচিত হয়ে রাজনীতিতে প্রবেশ করেন। সাবেক ডেমোক্র্যাট জিমি কার্টার ১৯৭৬ সালে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হন।
তিনি ছিলেন যুক্তরাষ্ট্রের ৩৯তম প্রেসিডেন্ট। ১৯৮০ সালে পুনর্নির্বাচনে রিপাবলিকান প্রার্থী রোনাল্ড রিগ্যানের কাছে হেরে যান তিনি। জিমি কার্টারের বয়স এখন ৯৮ বছর। ২০০২ সালে শান্তিতে নোবেল পুরস্কার পান জিমি কার্টার।