অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। দলীয় বিধায়কদের বিদ্রোহে আগেই খুঁইয়েছিলেন মুখ্যমন্ত্রীর কুর্সি। আর শুক্রবার নির্বাচন কমিশনের নির্দেশে বাবা বালাসাহেব ঠাকরের হাতে গড়া শিবসেনার নাম ও প্রতীক ব্যবহারের অধিকারও হারান উদ্ধব ঠাকরে।
রাতেই জরুরি সাংবাদিক সম্মেলন করে বালাসাহেব পুত্র জানিয়ে দিয়েছেন, ‘নির্বাচন কমিশনের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে দেশের শীর্ষ আদালতের দ্বারস্থ হবেন।’ নির্বাচন কমিশনকে কার্যত খুনি হিসেবে আখ্যা দিয়ে তিনি বলেন, ‘এই আদেশের মধ্য দিয়ে গণতন্ত্রকে খুন করা হয়েছে। কিন্তু এইভাবে শিবসেনাকে শেষ করা যাবে না।’ কমিশনের নির্দেশের পরেই উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা গোষ্ঠীর রাজনৈতিক ভবিষ্যত নিয়ে জল্পনা শুরু হয়।
সেই জল্পনার মধ্যেই জরুরি সাংবাদিক সম্মেলন করেন বালাসাহেব পুত্র। নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ দেগে বলেন, ‘মোদী জমানায় নির্বাচন কমিশন বিশ্বাসযোগ্যতা হারিয়েছে। প্রভুরা যা নির্দেশ দিচ্ছেন, তাই পালন করে চলেছেন মেরুদণ্ডহীন কমিশনাররা। সুপ্রিম কোর্টে এখনও মামলা বিচারাধীন।
তার মধ্যে আচমকা এই নির্দেশ দে্দওয়া হয়েছে। সামনেই বৃহন্মুম্বই পুর নিগম সহ একাধিক পুরসভার নির্বাচন। আর ওই নির্বাচনের আগে বিজেপির সুবিধা করে দিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ প্রধানমন্ত্রীকেও আক্রমণ করেছেন উদ্ধব। তাঁর কথায়, ‘দেশে তো একনায়কতন্ত্র চালাচ্ছেন। লালকেল্লা থেকে আনুষ্ঠানিকভাবেই গণতন্ত্রের মৃত্যু ঘোষণা করে দিন।’