অনলাইন ডেস্ক, ১৮ ফেব্রুয়ারী।। মহারাষ্ট্র সফরে শনিবার নাগপুরে রেশমবাগে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দির এবং ডঃ হেডগেওয়ার ও গোলওয়ালকর গুরুজির সমাধি পরিদর্শন করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দুদিনের মহারাষ্ট্র সফরে। এর আগে শুক্রবার রাতে অসমের গুয়াহাটি থেকে নাগপুরে পৌঁছান তিনি। শুক্রবার রাতে স্থানীয় ফুটতলা তালে আয়োজিত মিউজিক্যাল- লাইট-ফোয়ান্টেন-শো উপভোগ করেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী নিতিন গড়করি এবং মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ।শনিবার সকালে দীক্ষা ভূমিতে পৌঁছান অমিত শাহ। এর পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রেশমবাগে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের অফিসে পৌঁছান।
এখানে তিনি সরসঙ্ঘচালক ডক্টর কেশব বলিরাম হেডগেওয়ার এবং দ্বিতীয় সরসঙ্ঘচালক মাধব সদাশিব গোলওয়ালকরের (শ্রী গুরুজী) সমাধিতে ফুল দিয়ে প্রণাম করেন।উপ-মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, মহানগর ইউনিয়ন নেতা রাজেশ লোয়া, শ্রীধর গাদগে, বিজেপির রাজ্য প্রধান চন্দ্রশেখর বাওয়ানকুলে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
রেশমবাগে পৌঁছে অমিত শাহকে ডঃ হেডগেওয়ার স্মৃতি মন্দিরের পক্ষ থেকে একটি স্মারক উপহার দেওয়া হয়। ডাঃ হেডগেওয়ারের সমাধি পরিদর্শনের পর অমিত শাহ একটি বেসরকারি প্রতিষ্ঠানের একটি অনুষ্ঠানে যোগ দেন।