স্টাফ রিপোর্টার, আগরতলা, ৮ ফেব্রুয়ারী।। ভোট প্রচারে রাজ্যে আসলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগি আদিত্যনাথ। মঙ্গলবার তিনি আগরতলায় আসেন দুদিনের সফরে। প্রথম দিনে রাজ্যের বিভিন্ন। জায়গায় তিনি বিজেপি প্রার্থীর সমর্থনে ভোট প্রচার করেন। দ্বিতীয় দিন বুধবার আগরতলায় ধলেশ্বর স্থিত গোরক্ষনাথ মন্দিরে জান। সেখানে পূজার্চনা করেন। এখানে উল্লেখ করা যায় ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে রাজ্যে বিজেপি প্রার্থীর ভোট প্রচারে এসে ওই মন্দিরে গিয়েছিলেন যোগি আদিত্যনাথ।
প্রসঙ্গত, আগামী ১৬ ফেব্রুয়ারী রাজ্যের ষাটটি বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ করা হবে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দল এবং নির্দল মিলিয়ে ২৫৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। ২০১৮ সালের বিধানসভা নির্বাচনে ২৯৭ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। সাথে তিনি যোগ করেন, এবারের নির্বাচনে একটি কেন্দ্রে সর্বোচ্চ ছয়জন এবং সর্বনিম্ন ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৩১০টি মনোনয়ন জমা পড়েছিল। পরীক্ষার পর ১৯টি মনোনয়ন বাতিল হয়েছে। বৈধ ৩২ জন প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করেছেন। ফলে, এবারের বিধানসভা নির্বাচনে ২৫৯জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রাজনৈতিক দল ভিত্তিক প্রার্থীদের বিবরণে, তৃণমূল কংগ্রেসের ২৮ জন, বিজেপির ৫৫ জন, সিপিআই-র ১ জন, সিপিএমের ৪৩ জন, কংগ্রেসের ১৩ জন, আইপিএফটি-র ৬ জন, তিপরা মথার ৪২ জন, সিপিআই(এমএল)এল-র ১ জন, ফরোয়ার্ড ব্লকের ১ জন, টিপিপি-র ২ জন, টিএসপি-র ১ জন, আরএসপি-র ১ জন, অন্যান্য অস্বীকৃত দলের ৭ জন এবং নির্দল ৫৮ জন প্রার্থী বিধানসভা নির্বাচনে লড়াই করবেন।
ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে চার ধরণের ভোটকেন্দ্র স্থাপন করা হবে। ত্রিপুরার বিভিন্ন আকর্ষণীয় স্থানের আদলে বেশ কিছু ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, সম্পূর্ণ মহিলা, দিব্যঙ্গন এবং যুবদের দিয়ে পরিচালিত ভোট কেন্দ্রও স্থাপন করা হবে। ত্রিপুরায় বিধানসভা নির্বাচনে ৯৩টি সম্পূর্ণ মহিলা পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হবে। এছাড়া, ৬০টি সম্পূর্ণ দিব্যঙ্গন এবং সম্পূর্ণ যুবদের দিয়ে পরিচালিত ভোট কেন্দ্র স্থাপন করা হবে।
একটি কেন্দ্রে সর্বোচ্চ ছয়জন এবং সর্বনিম্ন দুইজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতে, বামুটিয়া, আগরতলা, টাউন বড়দোয়ালি, ধনপুর, অমরপুর, সুরমা, আমবাসা, ছাওমনু, ধর্মনগর এবং কাঞ্চনপুর বিধানসভা কেন্দ্রে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে, বড়জলা, সাব্রুম এবং যুবরাজনগর বিধানসভা কেন্দ্রে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। অধিকাংশ কেন্দ্রেই চতুর্মুখী লড়াই হচ্ছে। কিছু কেন্দ্রে ত্রিমুখী এবং কয়েকটি কেন্দ্রে ৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাতে, মোট ২৮টি কেন্দ্রে এবারের বিধানসভা নির্বাচনে চতুর্মুখী লড়াই হবে। তেমনি সাতটি কেন্দ্রে ত্রিমুখী এবং ১২টি কেন্দ্রে পাঁচজন করে প্রার্থী নির্বাচনী লড়াইয়ে নেমেছেন।