স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ফেব্রুয়ারী।। মানুষের চাহিদার উপর গুরুত্ব দিয়ে আইনশৃঙ্খলা, স্বাস্থ্য, শিক্ষা শ্রমিক কৃষক সহ সব অংশের মানুষের জন্য ইশতেহার প্রকাশ করল প্রদেশ কংগ্রেস। রবিবার প্রদেশ কংগ্রেস ভবনে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে ইশতেহারের ঘোষণা দেন কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন। বামফ্রন্ট থেকে সম্পূর্ণ আলাদা ইশতেহার ছিল কংগ্রেসের। সুদীপ রায় বর্মন এই ইশতেহার ঘোষণা দিয়ে বলেন, আইনশৃঙ্খলা কঠোর হতে নিয়ন্ত্রণ করা হবে, দুর্নীতি বন্ধ করতে আইন সংশোধন করা হবে।
সরকারি হাসপাতাল গুলিতে গরিবদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা চালু করা হবে, সুপার স্পেশালিটির ব্যবস্থা সম্প্রসারণ করা হবে, ১৫০ ইউনিট পর্যন্ত বিদ্যুৎ বিনামূল্যে প্রদান করা হবে, বিপিএল অন্তর্ভুক্ত পরিবারের মেয়ে বিয়ে দেওয়ার জন্য আর্থিক সহযোগিতা হিসেবে ৫০,০০০ টাকা দেওয়া হবে, নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে বলে জানান বিধায়ক সুদীপ রায় বর্মন। ১০,৩২৩ চাকরিচ্যুত শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন তাদের জন্য বাস্তব সম্মত সমাধানের উদ্যোগ নেওয়া হবে।
প্রয়াত চাকরিচ্যুত শিক্ষক শিক্ষিকার পরিবারদের এই সুযোগের আওতায় আনা হবে। বেকার মহলের উদ্দেশ্যে সুদীপ রায় বর্মন বলেন, সরকারি দপ্তর গুলিতে শূন্য পদ নিয়মিত পূরণ করা হবে। এবং আগামী পাঁচ বছরে রাজ্যের ৫০ হাজার বেকার যুবক যুবতীর কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। এবং রাজ্যে গ্রুপ সি ও গ্রুপ ডি পদে বহিরাজ্যের বেকারদের সুযোগ বন্ধ করে দেওয়া হবে।
জনজাতিদের জন্য বিশেষ প্যাকেজের ব্যবস্থা করা হবে। চিটফান্ডের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হবে। এর মধ্যে চিট ফান্ডের সম্পত্তি বিক্রি করে সেই অর্থ ক্ষতিগ্রস্তদের ফেরত দেওয়া হবে। বছরে ছয়টি রান্নার সিলিন্ডারের জন্য ভর্তুকি প্রতি সিলিন্ডারে ৫০০ টাকা করে দেওয়া হবে। ত্রিপুরা সরকারি কর্মচারীদের জন্য পূর্ণ পেনশন স্কিম চালু করা হবে।
অনিয়মিত কর্মচারীদের নিয়ম মেনে নিয়মিত করা হবে বলে একাধিক প্রতিশ্রুতির ঘোষণা করলেন শ্রী বর্মন। কংগ্রেস নেতা সুদীপ রায় বর্মন এদিন আরো বলেন মানুষের সমস্যার বিষয়ের উপর নির্ভর করে মানুষের ভাবাবেগ ও চাহিদার উপর সম্মান জানিয়ে ইশতেহার প্রকাশ করা হয়েছে, এই ইশতেহার নির্বাচনী বৈতরণী পার হওয়ার জন্য নয়। তিনি আরো জানান মানুষকে বের হয়ে আসতে হবে।
কারণ আগামী দিনে মানুষ তার অধিকার সুরক্ষিত করতে হবে এবং গণতন্ত্র বাঁচাতে হবে বলে জানান তিনি। তিনি আরো বলেন কংগ্রেস বিজেপির মত নয়। মানুষের ভাবাবেগ নিয়ে বিজেপির মতো ছিনিমিনি খেলতে ২৯৯ টি প্রতিশ্রুতি দেয় না। যে ২০ টি প্রতিশ্রুতি দিয়েছে সেগুলি পালন করার চেষ্টা করবে। আয়োজিত সাংবাদিক সম্মেলনে এই দিন এছাড়াও উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের সম্পাদিকা জারিতা লাইফ্রাং।