তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেই উন্নয়নের বাংলা মডেল স্থাপিত হবে ত্রিপুরায়, ঘোষণা ইস্তেহারে

স্টাফ রিপোর্টার, আগরতলা, ৬ ফেব্রুয়ারী।। আসছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর আগমন উপলক্ষে জাঁকালো প্রচার করতে প্রস্তুতি নিচ্ছেন ত্রিপুরা প্রদেশ তৃণমূল নেতৃত্ব।

মমতার ভোট প্রচারের মূল আকর্ষণ, আগরতলার রাজপথ ধরে প্রচার। ভিভিআইপি আগমণ উপলক্ষে নিরাপত্তার শক্ত বাঁধুনিতে মুড়বে ত্রিপুরার রাজধানী শহর। তৃণমূল নেত্রীর দুদিনের প্রচার কর্মসূচির আগে দলটির তরফে নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হল।

প্রদেশ তৃ়ণমূল কার্যালয়ে এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের দুই মন্ত্রী ব্রাত্য বসু ও শশী পাঁজা। ছিলেন ত্রিপুরা প্রদেশ তৃ়নমূল সভাপতি পীযুষ বিশ্বাস, সাংসদ সুস্মিতা দেব ও সাংগঠনিক দায়িত্বে থাকা রাজীব বন্দ্যোপাধ্যায়। মমতা হাঁটবেন আগরতলায়, যেমনটা তিনি করেন কলকাতার রাজপথে। ফলে মমতা দর্শনে ভিড়ের সম্ভাবনা থাকছে। সোমবার তিনি আগরতলা পৌঁছে পুজো দেবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে।

আর ৭ ফেব্রুয়ারি প্রচার শেষে তিনি কলকাতায় ফিরবেন। তৃণমূল কংগ্রেস জানিয়েছে,এ রাজ্যের বিধানসভা নির্বাচনে তাদের মূল প্রচারসূচিতে স্থান পেয়েছে পশ্চিমবঙ্গের মত সামাজিক প্রকল্পগুলি। এদিন প্রতিশ্রুতি পত্র প্রকাশ অনুষ্ঠান থেকে জানানো হয়েছে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেই উন্নয়নের বাংলা মডেল স্থাপিত হবে ত্রিপুরায়।

কন্যাশ্রী, লক্ষ্মীর ভান্ডার রূপশ্রীর মতো প্রকল্প চালু করার কথা বলা হয়েছে ইস্তেহারে। পশ্চিমবঙ্গে তিনবার সরকার গড়ার পর ত্রিপুরার দিকে পাখির নজর দিয়েছিলেন মমতা। তাঁর নির্দেশে ত্রিপুরা পুরভোটে তৃণমূল যে উদ্যমে নেমেছিল তার ফল আগরতলা পুরনিগমে ভোট প্রাপ্তির নিরিখে বিরোধী দল সিপিআইএমের থেকে উপরে থাকা।

যদিও রাজ্যের অন্যান্য পুরসভাগুলিতে তৃ়ণমূলের করুণ হাল হয়। আর পুরভোট পরবর্তী সময়ে নিজেদের জয়ী একমাত্র কাউন্সিলর চলে গেছেন বিজেপিতে। বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের তরফে ইস্তেহারে কন্যাশ্রী, রুপশ্রীর কথা থাকলেও এ রাজ্যের জনগণ সরাসরি মমতাকে রাজপথে হাঁটতে দেখতে উতসুক।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?