স্টাফ রিপোর্টার, আগরতলা, ৫ ফেব্রুয়ারী।। রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটোয়ালে) ত্রিপুরা বিধানসভা নির্বাচনে চারটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে। দলের তরফে এক প্রেস বিবৃতিতে বলা হয়েছে রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটোযানে) ত্রিপুরা রাজ্য কমিটির তরফে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে রাজ্যবাসীকে অবহিত করছি যে আমাদের পার্টি চারটি কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করছে।
আমাদের প্রার্থীরা হলেন অমল মজুমদার অমরপুর), অমিত দেববর্মা(গোলাঘাটি), অনন্ত দেববর্মা(টাকারজলা), জীতেন দেববর্মা (সিমনা), এই চারটি কেন্দ্রে আমাদের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করে প্রবিত্র বিধানসভায় পাঠানোর জন্য রাজাবাসীর কাছে অনুরোধ রাখছি।
এছাড়াও আমরা আপনাদের মাধ্যমে রাজ্যবাসীকে জানাতে চাই যে আগরতলা এবং বড়দোয়ালী কেন্দ্রে আমাদের দল কোন প্রার্থী দেয়নি, একটা মহল আমাদের দল থেকে প্রার্থী দেওয়া হয়েছে বলে অপপ্রচার চালানোর চেষ্টা করছে আমাদের পার্টির নাম রিপাবলিকান পার্টি অফ ইন্ডিয়া (আটোয়ালে)।
এই দলের রাষ্ট্রীয় সভাপতি হলেন কেন্দ্রীয় মন্ত্রী রামদাস আটোয়ালে, এই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা দায়িত্ব নিয়ে জানাতে চাই যে আমাদের পার্টির অনুমোদিত কোন প্রার্থী আগরতলা এবং বড়দোয়ালী কেন্দ্রে নেই।
আমরা খোঁজ খবর নিয়ে জানতে পেরেছি রিপাবলিক পার্টি অব ইন্ডিয়া (এ) বলে একটি রাজনৈতিক দল আগরতলা এবং বড়দোয়ালী কেন্দ্রে প্রার্থী দিয়েছে, এই দলের সাথে আমাদের পার্টির কোন সম্পর্ক নেই। এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন পার্টির উপদেষ্টা আসফাক ওয়াই পাটেল এবং রাজ্য সাধারণ সম্পাদক।