স্টাফ রিপোর্টার, কদমতলা, ১ ফেব্রুয়ারী।। ত্রিপুরা বিধানসভা নির্বাচনকে ঘিরে রাজ্য পুলিশ, নির্বাচন কমিশন অত্যন্ত আঁটোসাঁটো প্রশাসনিক ব্যবস্থা গড়ে তুলেছে। এরপরেও নেশা ব্যপারীরা নিজেদের ব্যবসা অব্যাহত রাখতে মরিয়া।
বুধবার দুপুর দুইটা নাগাদ আসাম থেকে TR01 AP 8085 নম্বরের একটি পালসার বাইকে করে ইউসুফ আলী(পিতা মৃত মনতকিন আলী) নামের এক যুবক ব্রাউন সুগার নিয়ে ত্রিপুরায় প্রবেশ করতে চাইলে ঝেরঝেরিস্থিত ত্রিপুরা পুলিশের নাকা পয়েন্টে ধরা পড়ে।
এমনিতেই সেই নাকা পয়েন্টে পুলিশি তল্লাশী ব্যবস্থা জারি রয়েছে এর মধ্যে নির্বাচনকে ঘিরে সিআরপিএফ বাহিনী সহ অতিরিক্ত তল্লাসি ব্যবস্থা গড়ে তোলা হয়েছে। তাই আগে থেকেই গোপন সূত্রে কদমতলা থানার এস আই পিযুস সাহা ও শ্রী সন্তোষ কুমার সি কোম্পানি কমান্ডার D/37 বেটেলিয়ান সি আর পি এফ এর কর্মীরা উৎপেতে বসে থাকে সেখানে।
যথারীতি দুপুর দুইটা নাগাদ যুবকটি ত্রিপুরা সীমান্তে আসলেই পুলিশ তাকে আটক করে তল্লাশি করতেই চারটি সাবানের প্যাকেটে মোট ৪৮ গ্রাম ব্রাউন সুগার উদ্ধার করে। ধৃত যুবকের বাড়ি ধর্মনগরের ঢুপিরবন লালছড়া গ্রামের ৫ নং ওয়ার্ড এলাকায়। পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ জারি রেখে তার বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা নিয়ে বৃহস্পতিবার তাকে আদালতে প্রেরণ করবে।