আমজাদনগরে সীমান্তরক্ষী বাহিনীর বর্বররচিত হামলা, রেহাই পায়মি শিশু ও বৃদ্ধা, এলাকায় চাঞ্চল্য

স্টাফ রিপোর্টার, বিলোনীয়া, ১ ফেব্রুয়ারী।। হঠাৎ তান্ডব লীলা । ভাঙ্গচুর চালানো হয় বাড়ি ঘর । লাঠিচার্জ করে আহত করে তোলে বহু নীরিহ গ্ৰামবাসীদের । লাঠিচার্জ থেকে রক্ষা পায়নি বৃদ্ধা মহিলা থেকে শুরু করে পুরুষ ও কচিকাঁচা শিশুরা ।

এই তান্ডব লীলা ঘটনায় যুক্ত নাকি ভারত বাংলা সীমান্ত এলাকা আমজাদ নগরে কর্তব্যরত দুইশ নং সীমান্ত রক্ষী বাহিনী এমনই অভিযোগ গ্ৰামবাসীদের । গত বুধবার রাতে বিলোনিয়া সীমান্তবর্তী আমজাদ নগর বিএসএফ ক্যাম্পের এলাকার নীরিহ গ্ৰামবাসীদের উপর তান্ডব লীলার অভিযোগ উঠে সীমান্ত রক্ষী বাহিনীর বিরুদ্ধে । ঘটনায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে ।

ভোটের মুখে এ ধরনের উত্তেজনা মুলক সৃষ্টি ঘটনায় সীমান্ত রক্ষী বাহিনীর দায়িত্ব কর্তব্য নিয়ে প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে । এই ঘটনায় এখনো পর্যন্ত চারজন মহিলা পুরুষ বিলোনিয়া হাসপাতালে চিকিৎসাধীন। এলাকায় উত্তেজনার পাশাপাশি আতঙ্ক বিরাজ করছে। বাড়ি ঘরে ঢুকেও ব্যাপক হামলা চালায় বিএসএফ। ভাঙচুর করে ঘরের জিনিসপত্র অভিযোগ স্থানীয়দের।

ঘটনায় জানা যায় মঙ্গলবার রাতে আমজাদ নগর বিএসএফ ক্যাম্প সংলগ্ন ৫ নম্বর গেটের কাছে দিয়ে কাপড় সহ কিছু জিনিসপত্র বাংলাদেশে পাচার হচ্ছিল। এমন সময় বিএসএফ তাড়া করলে তার কাটা সংলগ্ন সেলিম মিঞার বাড়িতে পাচারকারীরা পাচার সামগ্রী ফেলে পালিয়ে যায়। তারপর বিএসএফ ক্যাম্প এবং তারকাটা সংলগ্ন বাড়ি গুলিতে ব্যাপক হামলা চালায়।

পরবর্তী সময় ছেলে মেয়েকে উঠিয়ে ক্যাম্পে নিয়ে যায়। পরে প্রধান সহ পরিবারের লোকজন বিএসএফের কাছে সাদা কাগজে মুচলেকা দিয়ে সেলিম মিঞাকে ছাড়িয়ে নিয়ে এসে বিলোনিয়া হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে এবং এখনো পর্যন্ত হাসপাতালে চিকিৎসাধীন।

সেলিম মিঞার অভিযোগ বিএসএফ তাকে বেধড়ক মারধর করেছে। বাদ যায়নি ষাট ঊর্ধ্ব মহিলা। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। বিএসএফের তাণ্ডবের বিবরণ দিতে গিয়ে অনেকে কান্নায় ভেঙে পড়েন। এক স্কুলছাত্রী জানায় তাকে পর্যন্ত ঘুম থেকে টেনে হিচড়ে উঠিয়ে ফেলা হয় এবং মারধর করে। ঘটনা জানিয়ে বিলোনিয়া থানায় মামলা করা হয়েছে। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্তক্রমে উপযুক্ত বিচার চাইছে।

You May Also Like

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

চ্যাট খুলুন
1
আমাদের হোয়াটসঅ্যাপে বার্তা পাঠান
হেলো, 👋
natun.in আপনাকে কিভাবে সহায়তা করতে পারে?