স্টাফ রিপোর্টার, কুমারঘাট, ১ ফেব্রুয়ারী।। আসন্ন বিধানসভা নির্বাচনে জোরদার প্রচার জারি রাখছে শাসকদল বিজেপি। আগামী ৩রা ফেব্রুয়ারি রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তিনি ঊনকোটি জেলার কুমারঘাট পূর্ত দপ্তরের মাঠে একটি জনসভায় বক্তব্য রাখবেন। এই উপলক্ষে বুধবার পাবিয়াছড়া মন্ডল অফিসে জেলা বিজেপির এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়।
উক্ত বৈঠকে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্যসভার সংসদ বিপ্লব কুমার দেব, বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব মহেন্দ্র সিংহ এবং মন্ত্রী ভগবান দাস। বিজেপির সর্বভারতীয় সভাপতির জনসভাকে সর্বাত্মক রূপ দিতে বিজেপির নেতৃত্ব জেলা ও মন্ডল নেতৃত্বদেরকে নির্দেশ দেন এবং পূর্ত দপ্তরের মাঠের প্রস্তুতি সম্পর্কেও অবগত হয়ে বিজেপির নেতৃত্ব স্থানীয় নেতৃত্বদের কে পরামর্শ দেন।
মূলত নির্বাচন ঘোষণার পর থেকেই শাসক দল বিজেপি জেলার মধ্যে প্রায় প্রতিদিনই প্রত্যেকটি বুথ এলাকায় চরকির মতন ঘুরপাক খাচ্ছেন দলের নেতৃত্ব, বিধায়ক ও মন্ত্রী সহ কর্মীগণ। প্রচারে কোন ত্রুটি রাখতে চাইছেন না বিজেপি।
চন্ডিপুর মন্ডলের বিজেপির প্রার্থী পদ নিয়ে ক্ষোভ পরিলক্ষিত হয় এবং দলের প্রাক্তন জেলা সভাপতি ও রাজ্য কমিটির সদস্য রঞ্জন সিংহ চন্ডিপুর বিধানসভা কেন্দ্র থেকে তিনি মথার প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফলে দলের ক্ষোভ বিক্ষোভ , যাতে বিজেপির জয় কে আটকাতে না পারে তার জন্য কেন্দ্রীয় নেতৃত্ব খুব সাবধানতা অবলম্বন করছেন এবং ময়দানে নেমে পড়েছেন এমনটাই মতামত পোষণ করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।