স্টাফ রিপোর্টার, আগরতলা, ৩০ জানুয়ারী।। ডা: মানিক সাহা সোমবার এখানে ৮-টাউন বড়দোয়ালি বিধানসভা কেন্দ্র থেকে বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছিলেন।
বর্তমান মুখ্যমন্ত্রী বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র, আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, এএমসি মেয়র দীপক মজুমদার এবং বিপুল সংখ্যক দলীয় কর্মী ও সমর্থক সহ একটি বিশাল বর্ণাঢ্য রেলি নিয়ে রিটার্নিং অফিসারের সামনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সাংবাদিকদের সামনে মুখ্যমন্ত্রী মানিক সাহা বলেন, আমি আমার নিজের বিধানসভা কেন্দ্র ৮-টাউন বড়দোয়ালি সহ রাজ্য জুড়ে মানুষের কাছ থেকে ব্যাপক সাড়া পেয়েছি।
আমি তাদের দোরগোড়ায় পৌঁছানোর সাথে সাথে লোকেরা তৃপ্তির হাসি দিয়ে আমাকে স্বাগত জানাচ্ছে। ডাঃ সাহা আরও যোগ করেছেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি জনগণের উন্নয়নের জন্য কাজ করতে বিশ্বাস করে এবং ক্ষমতায় আসলে ত্রিপুরা উন্নয়নের আরও নতুন উচ্চতায় পৌঁছে যাবে।
এদিকে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, ২০১৮ সালের লড়াই ভয়ের পরিস্থিতিতে ছিল এবং ২০২৩ সালের লড়াই শান্তিপূর্ণ পরিবেশে হবে। বাম-কংগ্রেস জোট সম্পর্কে মন্তব্য করে, হিমন্ত বিশ্ব শর্মা বলেন, এটি মোটেও উদ্বেগের বিষয় নয়। সারা বিশ্বে সিপিআইএম জিরো এবং কংগ্রেসও গোটা ভারতে শূন্য। শূন্য+শূন্য = ০।
২০১৮ সালের তুলনায় বিজেপি অনেক ভালো ফলাফল করবে বলে দাবি করে আসামের মুখ্যমন্ত্রী বলেন, লোকেরা ডঃ মানিক সাহার মুখ দেখে, উন্নয়ন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্ব দেখে ভোট দেবেন। বিজেপির কাছে কোনো দান/চাঁদাবাজি কার্ড নেই, আছে শুধুমাত্র উন্নয়ন কার্ড। তিনি যোগ করেছেন।