অনলাইন ডেস্ক, ২৮ জানুয়ারী।। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শনিবার রাজস্থানের ভিলওয়ারায় ভগবান দেবনারায়ণের এক হাজার ১শো ১১ তম অবতরণ মহোৎসবে অংশ নেন। রাজস্থানের মানুষ ভগবান দেবনারায়ণের পুজো করেন। জনসেবায় তাঁর ভূমিকার কথা স্মরণ করে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
গুজ্জর সম্প্রদায়ের আরাধ্য দেবতা হলেন ভগবান শ্রীদেবনারায়ণজি। এদিন মালাসেরি ডুঙরি মন্দিরে পূজার্চনা করেছেন প্রধানমন্ত্রী। এদিনের সমারোহে বক্তব্য রাখার সময় প্রধানমন্ত্রী বলেছেন, শ্রীদেবনারায়ণজির মন্দিরে পুজো দিতে পেরে নিজেকে ধন্য বলে মনে করছি।
তিনি বলেন, উন্নয়নের সুফল দেশের সমস্ত মানুষের কাছে পৌঁছে দেওয়াই তাঁর সরকারের লক্ষ্য। প্রধানমন্ত্রী বলেছেন, ভারত শুধুমাত্র একটি ভূখণ্ড নয়, এটি আমাদের সভ্যতা, সংস্কৃতি, সম্প্রীতি ও সম্ভাবনার একটি অভিব্যক্তি।
তাই ভারত নিজস্ব গৌরবময় ভবিষ্যতের ভিত্তি স্থাপন করছে। এর পেছনে সবচেয়ে বড় অনুপ্রেরণা আমাদের সমাজের, দেশের কোটি কোটি মানুষের শক্তি। প্রধানমন্ত্রী বলেছেন, হাজার বছরের পুরনো আমাদের ইতিহাস, সভ্যতা ও সংস্কৃতি নিয়ে আমরা গর্ব করি।
পৃথিবীর বেশ কিছু সভ্যতা সময়ের সাথে সাথে শেষ হয়ে গিয়েছে। ভৌগোলিক, সাংস্কৃতিক, সামাজিক ও আদর্শগতভাবে ভারতকে ভেঙে ফেলার বহু চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনও শক্তিই ভারতকে শেষ করতে পারেনি।