স্টাফ রিপোর্টার, আগরতলা, ২৮ জানুয়ারী।। পুরুষশত্তম রায় বর্মন, বামফ্রন্ট-কংগ্রেস জোট সমর্থিত একজন স্বতন্ত্র প্রার্থী। তিনি শনিবার ঘরে ঘরে প্রচার চালান। প্রবীণ আইনজীবী এবং মানবাধিকার কর্মী পুরুষাত্তম রায় বর্মণ ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়ছেন।
শনিবার ভোটারদের দ্বারে দ্বারে পৌঁছে শ্রী রায় বর্মন ত্রিপুরায় সংবিধান রক্ষা করা যায় এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি পুনরুজ্জীবিত করা যায় তার পক্ষে তাদের ভোট দেওয়ার আহ্বান জানান।
রাজনীতিতে যোগদানের কারণ সম্পর্কে সাংবাদিকদের সাথে আলাপকালে, পুরুষোত্তম রায় বর্মন বলেন, বিজেপির ৫ বছরের শাসন এবং ব্যাপক কারচুপি দেখে আমি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত নিয়েছি।ভোট সব নাগরিকের একটি গণতান্ত্রিক অধিকার এবং আমাদের নিশ্চিত করতে হবে যে সবাই তাদের পছন্দ অনুযায়ী ভোট দিতে পারে।
শ্রী রায় বর্মন আরও যোগ করেছেন, ফ্যাসিবাদী সরকার যদি মনে করে যে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়ে তারা ক্ষমতায় থাকতে পারবে, তাহলে তারা বোকার স্বর্গে বাস করছে।
তিনি বলেন, এখানে ভোটারদের কাছ থেকে খুব স্বতঃস্ফূর্ত সাড়া পাচ্ছি।